হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
দোল খেলবে, নিজেরাই আবির তৈরি করে কচিকাঁচারা

West Medinipur News: নিরাপদ দোল চাই, কচিকাঁচারাই স্কুলে বসে তৈরি করছে ভেষজ আবির

X
title=

মেদিনীপুরে অবস্থিত পলাশী প্রাথমিক বিদ্যালয়। দোলের আগে এই প্রাথমিক স্কুলের পড়ুয়ারা নিজেদের কাঁচা হাতেই তৈরি করছে ভেষজ আবির।

  • Share this:

পশ্চিম মেদিনীপুর: আসছে মঙ্গলবার দোল পূর্ণিমা। সেই উপলক্ষে ইতিমধ্যেই চারিদিকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দোকানে ইতিমধ্যেই হরেক রকম রং বিক্রি শুরু হয়েছে। তার সঙ্গে পিচকিরি, দোলের পোশাক, মুখোশ, পরচুলা ইত্যাদিও বিক্রি হচ্ছে। এর পাশাপাশি শাকসবজি যেমন- ধনেপাতা, পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ, পুঁই এর পাকা বীজ প্রভৃতির রস থেকে তৈরি হচ্ছে ভেষজ আবির। রাজ্যের নানান জায়গায় এই ভেষজ আবিরের চাহিদা এবার তুঙ্গে। মেদিনীপুর সদর ব্লকে একদল কচিকাঁচাকেও এই ভেষজ আবির তৈরির পাঠ দেওয়া হচ্ছে।

মেদিনীপুরে অবস্থিত পলাশী প্রাথমিক বিদ্যালয়। দোলের আগে এই প্রাথমিক স্কুলের পড়ুয়ারা নিজেদের কাঁচা হাতেই তৈরি করছে ভেষজ আবির। স্কুলে টিফিনের বিরতিতে তৈরি হচ্ছে শাকসবজি থেকে নানান রঙের আবির। এবারের দোলে এই ভেষজ আবির নিয়েই মেতে উঠবে তারা।

আরও পড়ুন: অর্ধশতক পুরনো সাইনবোর্ডটা কিছুদিন পর মুছে যাবে বাঁকুড়া শহর থেকে

বাজারে সচরাচর যে রং বা আবির কিনতে পাওয়া যায় তাতে কেমিক্যাল মেশানো থাকে। এগুলো শিশুদের ত্বকের মারাত্মক ক্ষতি করে। তা থেকে বাঁচতে এবার খোদ শিশুরাই তৈরি করছেন নিজেদের জন্য ভেষজ আবির। ওই স্কুলের পড়ুয়া অপর্ণা, শুভ, কল্পনা, সোহম, বিশ্বজিৎদের কথায়, "স্যাররা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এছাড়াও গত বছর আমরা এই আবির তৈরি করেছিলাম। এই আবির দিয়েই আমরা রং খেলব।"

পলাশী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৪ জন। প্রায় সকল ছাত্র-ছাত্রীই ভেষজ আবির তৈরিতে যোগ দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, হাতে-কলমে শিক্ষা দীর্ঘস্থায়ী হয়। তাই এই ধরনের কর্মসূচির মাধ্যমে কচিকাঁচাদের শেখার ভিত যেমন মজবুত হয় তেমনই তাদের মধ্যে সৃজনশীল মানসিকতাও গড়ে ওঠে। সর্বোপরি সম্পূর্ণ ভেষজ উপাদনে তৈরি হওয়া এই আবির কচিকাঁচাদের জন্য খুবই নিরাপদ।

রঞ্জন চন্দ

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Herbal Abir, Holi, Primary School, West Medinipur News