আরও পড়ুন: দৃষ্টিহীনদের প্রকৃতি পাঠ, শিবিরে দেদার হুল্লোড়
এই হপ কার নিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রতিযোগিতা করবে বলে জানিয়েছে শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ির মার্গারেট স্কুলে ছোট অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটির উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার অখিলেশকুমার চতুর্বেদী গাড়িটির উদ্বোধন করেন। তিনি বলেন, 'সেফ ড্রাইভ সেভ লাইফকে তুলে ধরতে আমাদের এই উদ্যোগ। সকলকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে।' একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় গাড়িটিকে পথে নামানো হয়েছে। এই গাড়িতে একটি বাস্কেটবল কোর্ট আছে। বিভিন্ন স্কুল এবং শপিং মলের সামনে যাবে এই গাড়ি। এরপর সেখানকার জনগণকে সচেতন করতে একটি প্রতিযোগিতা করা হবে। ওই প্রতিযোগিতায় বাস্কেটে বল ফেলতে হবে। দশটার মধ্যে যে বেশি বল বাস্কেটে ফেলতে পারবে তাকে উপহারও দেওয়া হবে। এভাবে গ্রামগঞ্জের সমস্ত স্কুলেও ঘুরবে শিলিগুড়ি পুলিশের এই গাড়ি।
advertisement
অনির্বাণ রায়