Jalpaiguri News: দৃষ্টিহীনদের প্রকৃতি পাঠ, শিবিরে দেদার হুল্লোড়
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ওদের চোখে পৃথিবীর কোনও আলো এসে পৌঁছয় না, তবু ওদের প্রকৃতি চেনাতে শুরু হয়েছে বিশেষ শিবির
জলপাইগুড়ি: পৃথিবীটা ওদের কাছে পুরোটাই অন্ধকার। সেই 'ওরা' হল জোৎস্না বরুয়া, বীনা রায়, অর্জুন সরকার, সনু ওঁরাও, রাজা খাওয়াস। ওদের কারওর বাড়ি মালবাজার শহরে, কারও বাড়ি নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগানে, কেউ আবার থাকে বড়দিঘি বস্তিতে। ওরা বিভিন্ন জায়গায় থাকলেও ওদের একটাই মিল এই পৃথিবীর রূপ, রং, সৌন্দর্য ওরা প্রত্যক্ষ করতে পারে না। এই পৃথিবীর আলো ওদের চোখে পৌঁছয় না। গোটা জগৎটাই ওদের কাছে অন্ধকার। এইরকম প্রায় শত খানেক ছেলেমেয়েদের গাছ, পাখি, হাতি ও প্রকৃতির উপাদান চেনাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তি নদীর ধারে শুরু হয়েছে ৪ দিনের প্রকৃতি পাঠ শিবির।
উত্তরবঙ্গের হিমালয়ান নেচার ক্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে ও লাটাগুড়ি ওয়েলফেয়ার সোসাইটি, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, গয়েরকাটা আরণ্যক পরিবেশপ্রেমী সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই প্রকৃতি পাঠ শিবিরের উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী রাম সুরত মাঝি সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
advertisement
advertisement
এই শিবির প্রসঙ্গে ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, এই ক্যাম্পে যারা এসেছে ওরা হয়ত পৃথিবীর রূপ, রং দেখতে পায় না। কিন্তু ওরা যথেষ্ট সংবেদনশীল। ওদের হাতে ধরে গাছ, পাতা, ফুল চেনানো হচ্ছে। ধুপঝোড়ায় নিয়ে গিয়ে হাতিকে ছুঁয়ে চেনানো হবে। নদী পার করা সহ নানান বিষয় শেখানো হবে। পাশাপাশি সন্ধেয় গান-বাজনা করার মধ্যে দিয়ে ওদের চেতনা বাড়ানো হবে। এই শিবিরে আসতে পেরে দারুণ খুশি প্রতিবন্ধী কিশোর-কিশোরীরাও।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 6:57 PM IST