রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে , মোহাম্মদ সাজিদ নামে এক যুবক জামশেদপুর থেকে তার ভাগ্নিকে আসানসোলে ছাড়তে যাচ্ছিলেন। ট্রেনটি পুরুলিয়া রেল স্টেশনে দাঁড়ালে খাবার কেনার জন্য স্টেশনে নামেন ওই যুবক। হঠাৎই ট্রেন ছেড়ে দেওয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায় সে।
প্রায় ৫০ মিটার ট্রেনের হাতল ধরেই ঝুলতে থাকে ওই যুবক। প্ল্যাটফর্মে কর্তব্যরত আর পি এফ পুলিশকর্মীদের নজরে আসে বিষয়টি।
advertisement
আরও পড়ুন: Hooghly News: বাল্যবিবাহ, সাইবার ক্রাইম-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার পাঠ! স্কুল ও থানার উদ্যোগ
তৎক্ষণাৎ তারা ট্রেন থামানোর ব্যবস্থা করেন। ট্রেনটি থামার পর আহত ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন তারা। এরপর আহত যুবককে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছে এমনটাই সূত্র মারফত খবর মিলেছে। রেল যাত্রীদের অসাবধানতার জন্য প্রায়সই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে। বারংবার পুরুলিয়ার কর্তব্যরত আর পি এফ পুলিশ কর্মীদের তৎপরতায় বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা।
প্রতি মুহূর্তে ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের সাবধান করার বার্তা দেওয়া হলেও যাত্রীরা সচেতন হচ্ছেন না। আর তাতেই বাড়ছে বিপদ। যাত্রীরা সচেতন না হলে এই ঘটনা চলতেই থাকবে বলে মনে করছেন সমাজের একাংশ মানুষেরা।
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়