কোচবিহার: হেরিটেজ শহর কোচবিহারে রাজাদের বিভিন্ন স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহর জুড়ে। কোচবিহার রাজাদের এমনই এক নিদর্শন হল ম্যাগাজিন হাউস। এই বাড়িটি রাজ আমলে ব্যবহার করা হত অস্ত্র রাখার কাজে। এছাড়াও এই বাড়ি পাশেই রয়েছে একটি সেন্ট্রি রুম। যেখানে রাজাদের এই অস্ত্রাগারের পাহারাদার থাকত একটা সময়। মূলত এই ম্যাগাজিন হাউসের কারণেই এর সংলগ্ন রাস্তাটির নাম রাখা হয়েছিল ম্যাগাজিন রোড।
তবে দীর্ঘ সময় ধরে কোচবিহার রাজাদের এই নিদর্শন অবহেলায় রীতিমত জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। বাড়িটির চারিধার ঢেকে গিয়েছিল আগাছায়। এবং বাড়িটি দেখতে কোন ভূতুড়ে বাড়ি থেকে কোন মনে হত না। তবে শহর কোচবিহারকে হেরিটেজ ঘোষণার পর সংস্কার করা শুরু হয়েছে এই বাড়িটি।
তবে দীর্ঘ সময় বাদে এটিকে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করার ফলে কিছুটা রক্ষা পেয়েছে এই স্থাপত্যটি। কোচবিহারের পর্যটনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে এই বাড়িটি। তবে এই ম্যাগাজিন হাউসের কারণেই এর সংলগ্ন রাস্তাটির নাম ম্যাগাজিন রোড রাখা হয়েছিল। কোচবিহারের ইতিহাসে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।\"
ওই এলাকার দীর্ঘ সময়ে দুই স্থানীয় বাসিন্দা লক্ষ্যপ্রতীম বর্মন এবং ললিত বর্মন জানান, \"দীর্ঘ সময় ধরে এই ম্যাগাজিন হাউস রাজ আমলের ইতিহাসের সাক্ষী। তবে অবহেলার শিকার হয়ে জরাজীর্ণ হয়ে গিয়েছে বাড়িটি। তবে বর্তমানে এই বাড়িটি সংস্কার করার কাজ শুরু হওয়ার ফলে কিছুটা রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িটির। তবে এই বাড়িটির মধ্যে একটি ঘর রয়েছে। যা আজ পর্যন্ত খোলা হয়নি।আরও পড়ুন: Hooghly News: বাল্যবিবাহ, সাইবার ক্রাইম-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার পাঠ! স্কুল ও থানার উদ্যোগ
সেই ঘরের মধ্যে কী রয়েছে তা সঠিক কেউ জানে না। তবে যদি ভবিষ্যত দিনে এই ঘরটি খোলা হয় তবে এই রহস্যের উন্মোচন হবে। তবে বর্তমান সময়ে এই বাড়িটির দেওয়ালের একাংশের প্লাস্টার খসে পড়েছে। দেওয়ালের গায়ে গজিয়ে উঠেছে বেশ কিছু গাছ। রাত নামলেই বাড়িটি রীতিমত ভূতুড়ে বাড়ির চেহারা ধারণ করে।"
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।