Hooghly News: বাল্যবিবাহ, সাইবার ক্রাইম-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার পাঠ! স্কুল ও থানার উদ্যোগ
Last Updated:
Hooghly News: নাবালিকাদের বিয়ে বন্ধ করতে অনেক জায়গায় দেখা গিয়েছে সরকারি আধিকারিকদের। তাঁরা খবর পাওয়া মাত্রই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে নাবালিকাদের বিয়ে বন্ধ করেছে।
পুরশুড়া: ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে পুরশুড়া থানার পক্ষ থেকে পুরশুড়ার হাটি হাইস্কুলে এক জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। কারণ অনেক ছাত্রীকেই পড়াশোনা নাবালিকা অবস্থায় বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।
নাবালিকাদের বিয়ে বন্ধ করতে অনেক জায়গায় দেখা গিয়েছে সরকারি আধিকারিকদের। তাঁরা খবর পাওয়া মাত্রই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে নাবালিকাদের বিয়ে বন্ধ করেছে। তাই আবারও সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচিতে পুরশুড়া থানার আধিকারিক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকারাও উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
এই বিষয়ে স্কুলের শিক্ষিকা জানান, জনসচেতনমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত নাবালিকাদের বিয়ে বন্ধ এবং সচেতন করতে উদ্যোগ নেওয়া হয় বলে জানান। তাই ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম নিয়ে সজাগ করতে স্কুল এবং থানার উদ্যোগে এই পাঠ।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 6:27 PM IST