Cooch Behar News: এ যেন একেবারে অন্য কোচবিহার! সকাল থেকে যা ঘটল, আতঙ্কে স্থানীয়রা
- Published by:Suman Biswas
Last Updated:
Cooch Behar News: কোচবিহারের চাকির মোড় এলাকায় খোলা থাকা একটি বাজার বন্ধ করে দেওয়া হয় বনধ সমর্থনকারীদের পক্ষ থেকে।
কোচবিহার: কালিয়াগঞ্জ কাণ্ডে বিজেপির ডাকা ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার বিভিন্ন এলাকায়। ভাঙচুর করা হল সরকারি বাস। বন্ধ করে দেওয়া হল বাজার। বনধের দিন সকাল থেকেই বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা শহরের জেলার বিভিন্ন এলাকায় মিছিল বের করেছিলেন। এদিন সকালে কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় একটি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে। তারপর আবার কোচবিহারের চাকির মোড় এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেশ কয়েকটি বাস থামিয়ে গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়ার পাশাপাশি চালকদের ভয় দেখানো হয়।
এছাড়াও কোচবিহারের চাকির মোড় এলাকায় খোলা থাকা একটি বাজার বন্ধ করে দেওয়া হয় বনধ সমর্থনকারীদের পক্ষ থেকে। এছাড়াও কোচবিহার থেকে দিনহাটাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে পাথর ছুড়ে গাড়িটির কাঁচ ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় ওই বাসের চালক রশিদুল হক সামান্য জখম হয়েছেন। চাকির মোড় এলাকায় তাঁরা বেশ কিছু বনধ সমর্থনকারীদের পেছনে তাড়া করেন তৃণমূল সমর্থকরা। দুই দলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কোনওভাবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্যের মন্ত্রীর সঙ্গে এ কী কাণ্ড! তড়িঘড়ি ছুটলেন থানায়, যে কোনওদিন এমন ঘটতে পারে আপনার সঙ্গেও
কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় বিভিন্ন দলীয় কার্যালয় ভাঙচুর করা ঘটনা ঘটেছে। এবং দিনহাটাতে সাধারণ মানুষের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বনধ সমর্থকেরা।
advertisement
সব মিলিয়ে বিজেপি দলের ডাকা ১২ ঘন্টা উত্তর বাংলা বনধের কারণে জেলার জুড়ে একপ্রকার অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে। দফায় দফায় বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণে স্বাভাবিকভাবেই রাস্তায় সাধারণ মানুষেরা আনাগোনা ছিল সীমিত। বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছিল সকাল থেকেই। তবে সমস্ত সরকারি দফতর খুলে রাখা হয়েছে এখনোও পর্যন্ত।
advertisement
-------Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 5:21 PM IST