সোমবার উচ্চ মাধ্যমিকের পঞ্চমতম দিনের পরীক্ষা চলছে রাজ্যজুড়ে। উচ্চ মাধ্যমিকের পঞ্চমতম দিনে তিন দিনের শিশুকন্যাকে নিয়ে অঙ্ক পরীক্ষায় বসলেন এক পরীক্ষার্থী। ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দেন সবিতা মাহাতো। মারু মাসীনা বাসনা হাইস্কুলের ছাত্রী তিনি। গত দু'দিন আগে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি শিশুকন্যার জন্ম দেন তিনি।
আরও পড়ুন: পায়ে লেখা নাম-মোবাইল নম্বর, রহস্যজনক পায়রাকে ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ!
advertisement
এ বিষয়ে পড়ুয়া সবিতা মাহাতো জানান, তিনি তিন দিনের শিশুকন্যা নিয়ে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা ভাল হচ্ছে, বাকি পরীক্ষাগুলো দিতে চান তিনি। সরকার থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে তাঁর পরিবারের এক সদস্য জানান, গত দু'দিন আগে এক শিশুকন্যার জন্ম দিয়েছেন সবিতা।
আরও পড়ুন: গোসাবায় বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু, রাজ্যজুড়ে দুর্যোগে সতর্কতা নিতে কী করবেন জানুন
বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে বিদ্যালয় ও ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকেরা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। সমস্ত নিয়ম মেনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, পরিবারের সকলে খুশি সবিতা মাহাতো পরীক্ষা দিতে পারছেন বলে। মনের অদম্য ইচ্ছাশক্তির ফলে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ঝালদা থানার গুড়িডি গ্রামের সবিতা মাহাতো। পড়াশোনার প্রতি তাঁর এই আগ্রহ ও মনের জোর সত্যিই প্রশংসনীয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি