Lightening Death: গোসাবায় বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু, রাজ্যজুড়ে দুর্যোগে সতর্কতা নিতে কী করবেন জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Lightening Death: গোসাবার লাহিরিপুরে বাজ পরে মৃত্যু হয়েছে এক গৃহবধূর।
গোসাবা: বসন্তের বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে রাজ্যজুড়ে। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়, বৃষ্টি, বজ্রপাত শুরু হয়েছে। সোমবার সকালেই বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গোসাবার লাহিরিপুরে বাজ পরে মৃত্যু হয়েছে এক গৃহবধূর।
মৃতের নাম রেবতী সরকার, বয়স ৩৮। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের জহর কলোনিতে সোমবার সকালে মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় বাজ পড়ে। সেই বাজেই মাঠে হঠাৎ মৃত্যু হয় মহিলার। আচমকা মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া, কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
রাজ্যে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কালবৈশাখীর তাণ্ডবে বহু ক্ষয়ক্ষতি হয় এই সময়। এদিনই প্রথম বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনায়। এই সময় বজ্রপাত অর্থাৎ বজ্রপাতের ঘটনাও বেড়ে যায়। প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ ও গবাদি পশু মারা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝড়ের দাপটে তোলপাড় হবে, লাগাতার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি-দুর্যোগের সতর্কতা! আবহাওয়ার বড় খবর
বজ্রপাতের সময় কংক্রিটের ছাদের নীচে চলে যান। জানালার কাচ, টিনের ছাদ, ভেজা জিনিসপত্র এবং লোহার হাতল থেকে নিজেকে দূরে রাখুন। বজ্রপাতের সময় জলের সংস্পর্শে থাকবেন না। যানবাহনের আয়না ঢেকে রাখুন। মজবুত ছাদযুক্ত গাড়িতে থাকুন, খোলা ছাদযুক্ত যানবাহনে চড়বেন না।
advertisement
অনুপ বিশ্বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 1:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightening Death: গোসাবায় বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু, রাজ্যজুড়ে দুর্যোগে সতর্কতা নিতে কী করবেন জানুন