জলপাইগুড়ি: পায়ের মধ্যে লাগানো একটি বেল্ট। তার মধ্যে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর-সহ একটি গিরিরাজ পায়রা উদ্ধার হল জলপাইগুড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরের প্রধানপাড়া হাটে। মনে করা হচ্ছে পায়রা হিমাচল প্রদেশ থেকে এসেছে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী সংলগ্ন প্রধানপাড়া হাট এলাকা থেকে উদ্ধার হয়েছে পায়রাটি।
আরও পড়ুন: আচমকা ধুপ করে শব্দ কলেজের মাঠে, এগোতেই ভয়ঙ্কর দৃশ্য! মারাত্মক কাণ্ড ধূপগুড়িতে
আরও পড়ুন: বরফে আরও সুন্দর সান্দাকফু! কিন্তু বাকি পাহাড়ের পরিস্থিতি ভাল নয়, অঝোর বৃষ্টিতে আশঙ্কা
তার পায়ে লেখা রয়েছে এক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর ও ঠিকানা-সহ কিছু তথ্য। পায়রাটিকে কিছুটা অসুস্থ অবস্থায় উদ্ধার করেন এলাকার বাসিন্দা দুলাল সরকার। নাম ঠিকানা ও মোবাইল ফোন নম্বর-সহ এমন একটি পায়রা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মনে করা হচ্ছে প্রশিক্ষিত এই পায়রার মাধ্যমে কোনও তথ্য আদান প্রদান করা হয়ে থাকতে পারে।
প্রাচীন যুগে যখন ডাক ব্যবস্থা ছিল না, তখন এভাবেই রাজা মহারাজারা পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদান করতেন। তবে কি কবুতরটি কোনও গুপ্তচরের কাজ করছে? স্থানীয় বাসিন্দারা অন্তত এমনটাই মনে করছেন। এলাকার স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস ও দুলাল সরকার বলেন, এই এলাকায় পায়রাটি এসেছে। অসুস্থ অবস্থায় পায়রাটিকে উদ্ধার করেছেন তারা। সেবা শুশ্রূষা করে ছেড়ে দেওয়া হবে কবুতরটিকে, এমনই জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News, Pigeons