পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতেই বনদফতর এই উদ্যোগ নিয়েছে । যত দিন পরীক্ষা চলবে, তত দিনে বনদফতরের পক্ষ থেকে এই বাস পরিষেবা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে । পরীক্ষার দিনগুলোতে সকাল ৮ টায় খামার হাই স্কুল থেকে বাস ছাড়বে। দুপুর ১:৩০ মিনিটে ঝালদা উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের নিয়ে পুনরায় খামার হাই স্কুলে পৌঁছে দেওয়া হবে। বনদফতরের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে 'ডেটলাইন'...! অভিষেককে কটাক্ষ করে ফের 'তারিখ' তোপ শুভেন্দু অধিকারীর!
আরও পড়ুন: নোটিশ পাঠিয়ে কাজ হয়নি, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল বর্ধমান পৌরসভা
বনদফতর যথেষ্ট সহযোগিতা করছে বলে জানান অভিভাবকেরা। বনদফতর-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত , ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হাতির আক্রমণে মৃত্যু হয় জলপাইগুড়ি জেলার এক মাধ্যমিক পরীক্ষার্থীর । তার পরেই যে এলাকায় হাতির উপদ্রব আছে, সেখানকার পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করার কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মতো বনদফতর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছিল । এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একইভাবে বাসের ব্যবস্থা করা হয় বনদফতরের পক্ষ থেকে ।
শর্মিষ্ঠা বন্দ্য়োপাধ্য়ায়