Suvendu Adhikari: নন্দীগ্রাম থেকে 'ডেটলাইন'...! অভিষেককে কটাক্ষ করে ফের 'তারিখ' তোপ শুভেন্দু অধিকারীর!

Last Updated:

Suvendu Adhikari: আবার 'তারিখ' তোপ? অভিষেকের নাম করে ফের 'ডেটলাইন' ঘোষণা শুভেন্দু অধিকারীর!

ফের 'ডেটলাইন' ঘোষণা শুভেন্দু অধিকারীর!
ফের 'ডেটলাইন' ঘোষণা শুভেন্দু অধিকারীর!
নন্দীগ্রাম: তারিখ পে তারিখ। ফের অভিষেককে নিয়ে শুভেন্দুর 'ডেটলাইন'! এর আগেও শুভেন্দু ডেটলাইন দিয়েছিলেন। মেলেনি তাঁর সেই সব তারিখ। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। দলের অন্দরেও তারিখ হুঁশিয়ারি নিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। ফের নন্দীগ্রাম দিবসে 'অভিষেক' ইস্যুতে 'ডেটলাইন' শুভেন্দু অধিকারীর মুখে। 'আগামী বছর ২০২৪ এর ১৪ই মার্চ দেখা হবে। সেদিন অভিষেক ভেতরে থাকবে'। নন্দীগ্রামে মঙ্গলবার এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী
রাজ্য–রাজনীতিতে তারিখের কথা বলে চমকে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২২ সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী তিনটি তারিখ দিয়েছিলেন। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছিলেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা। "এই তিনটে তারিখ খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন।" ওয়েট অ্যান্ড ওয়াচের কথাও বলেছিলেন শুভেন্দু।
advertisement
advertisement
এরপর শুভেন্দুর ডেটলাইন ছিল ১৩ জানুয়ারি। হাজরার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেছিলেন,'ধেড়ে ইঁদুর ধরা পড়বে। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না'। কিন্ত এই ডেটলাইনও অতিক্রান্ত। বঙ্গ রাজনীতিতে সেরকম কোনও 'ধামাকা' নজরে আসেনি।
advertisement
এবার শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের ডেটলাইন জল্পনা। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের শহিদ স্মরণ অনুষ্ঠানে গোকুলনগর শহিদ বেদীতে মাল্যদান পর্ব শেষ করে বক্তব্য রাখার সময় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, মমতা -অভিষেককে নিশানা করে এও বলেন,' আগামী বছর ১৪ই মার্চ ২০২৪ আবার এখানে দেখা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কথায়, সুপ্রিম কোর্টের ওয়েব সাইট মোতাবেক আজ, ১৪ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিষেকের আবেদনের শুনানির কথা ছিল। কিন্তু সেই শুনানির দিনও পিছিয়ে যায়। আর এদিনই তাৎপর্যপূর্ণভাবে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে নয়া 'ডেটলাইন' দিলেন শুভেন্দু অধিকারী'।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: নন্দীগ্রাম থেকে 'ডেটলাইন'...! অভিষেককে কটাক্ষ করে ফের 'তারিখ' তোপ শুভেন্দু অধিকারীর!
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement