হোম » ছবি » লাইফস্টাইল » টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

  • 19

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    প্রেম এমন এক জিনিস যা মানুষকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। প্রেমে পড়লে অনেক দামি জিনিসও তুচ্ছ বলে মনে হয়। চোখ তখন ভালোবাসার মায়াজালে কার্যত অন্ধ। ভালোবাসার মানুষ আর তাঁকে নিয়ে দেখা স্বপ্নই তখন মন ও মস্তিষ্ক জুড়ে। তখন আবেগের বশে মানুষ এমন কিছু কথা বলে যা শুধুই কল্পনা। বাস্তবতা সেসব কথা থেকে একদমই ভিন্ন। কিন্তু বাস্তবে?

    MORE
    GALLERIES

  • 29

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    বাস্তব জীবনে ভালোবাসা না টাকা-পয়সা, কোনটির গুরুত্ব বেশি বলে মনে করেন মানুষ? এই প্রশ্নের উত্তর জানতে সমীক্ষা চালিয়েছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ একটি মার্কিন অর্থ ব্যবস্থাপনা সংস্থা।

    MORE
    GALLERIES

  • 39

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    প্রায় ১২০০ বিভিন্ন বয়সি নারী পুরুষের উপর করা এই সমীক্ষা বলছে, দাম্পত্য জীবনে ভাল থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অর্থনৈতিক পরিস্থিতি। এই সমীক্ষার থেকে উঠে আসা তত্ত্ব বলছে, অর্থনৈতিক ভাবে স্বাচ্ছন্দ্যে থাকা মানুষদের মোট ৭৩ শতাংশ দাম্পত্য জীবনেও সুখী।

    MORE
    GALLERIES

  • 49

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    যদিও এই সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষদের মধ্যে ৫৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের কাছে টাকা পয়সার থেকে ভালোবাসার মূল্য বেশি।

    MORE
    GALLERIES

  • 59

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    অন্যদিকে, ৭৫ শতাংশ মানুষ বলেছেন, টাকা-পয়সার লেনদেন করা ভালোবাসার তুলনায় অনেক বেশি কঠিন।

    MORE
    GALLERIES

  • 69

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    আবার শতকরা ৩৭ জন মানুষ জানিয়েছেন যে, তারা সুখী দাম্পত্য জীবন পেতে ত্যাগ করে দিতে পারেন তাদের সর্বস্ব।

    MORE
    GALLERIES

  • 79

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    তবে সমীক্ষা বলছে, মুখে ভালোবাসার কথা বললেও কার্যক্ষেত্রে কিন্তু টাকাও বেশ গুরুত্ব পায় মানুষের কাছে। নারীদের মধ্যে শতকরা ৮৭ জন ও পুরুষদের মধ্যে শতকরা ৫৭ জন বলেছেন কোনও ক্ষেত্রে সম্পূর্ণ টাকার  নিরিখে বিচার করতে মোটেই ভাল লাগে না তাদের।

    MORE
    GALLERIES

  • 89

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    এমনকি ৬০ শতাংশ মানুষই জানিয়েছেন অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ মানুষই ভালোবাসার জন্য তাঁদের প্রথম পছন্দ।

    MORE
    GALLERIES

  • 99

    Viral || Love Vs Money: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!

    Disclaimer: উপরোক্ত সমীক্ষায় উঠে আসা তথ্য নেহাতই মজার ছলে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কিছু মানুষের মতামতের উপর ভিত্তি করে করা এই সমীক্ষা কখনও চূড়ান্ত নয় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এই তথ্যের উপর নির্ভর করে তাই কোনও ধারণা না করাই কাম্য।

    MORE
    GALLERIES