Bardhaman: নোটিশ পাঠিয়ে কাজ হয়নি, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল বর্ধমান পৌরসভা
- Published by:Rukmini Mazumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
শহরের জিটি রোডের পাশে শ্রীপল্লী এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার মধ্য দিয়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল বর্ধমান পুরসভা
বর্ধমান: বেআইনি নির্মাণ ভাঙা শুরু করল বর্ধমান পৌরসভা। পুরসভার অনুমোদন ছাড়াই শহরে বেশ কিছু নির্মাণ হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বেআইনি নির্মাণের তালিকা তৈরি করেছে পুরসভা। বেশ কয়েকটি ক্ষেত্রে বেআইনি নির্মাণকারীদের নোটিশও পাঠানো হয়েছে। এবার বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ।
শহরের জিটি রোডের পাশে শ্রীপল্লী এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার মধ্য দিয়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল বর্ধমান পুরসভা। অশান্তির আশঙ্কায় বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পুরসভার আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একতলা বাড়িতে তিনটি দোকান ছিল। তিনটি দোকান ভেঙে দেওয়া হয়েছে।পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, বর্ধমান শহরে প্রায় আড়াই হাজার অবৈধ নির্মাণ রয়েছে। সবগুলির বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া যাবে কি না, তা নিয়ে পুরসভার মধ্যেই অনেকে সংশয়ে রয়েছেন।
advertisement
পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, '' শ্রীলঙ্কার ওই বাড়িটির প্ল্যান ছিল না। সরকারি জায়গার ওপর নির্মাণ হয়েছিল। ওঁদের অনেকবার নোটিস দেওয়া হয়েছিল। তাঁরা হাইকোর্টে গিয়েছিলেন। আদালতের নির্দেশে বাড়িটি ভাঙা হয়েছে। অবৈধভাবে নির্মাণ হলে আগামী দিনেও একই পদক্ষেপ করা হবে। প্রত্যেকের উচিত প্ল্যান করিয়ে বাড়ি তৈরি করা। তা না হলে এরকম সমস্যায় পড়তে হতে পারে।''
advertisement
advertisement
শহরের বাসিন্দাদের অভিযোগ, অনেক প্রভাবশালীও জমি জবরদখল করে রেখেছেন। অনেকে নিয়ম না মেনে বহুতল তৈরি করছেন। তাঁদের বিরুদ্ধে পুরসভা পদক্ষেপ করছে না। যদিও চেয়ারম্যান বলেন, '' আইন ভাঙলে কাউকে ছাড়া হবে না। ধাপে ধাপে সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। অবৈধ বেশকিছু নির্মাণ আমরা চিহ্নিত করেছি। সেইসব নির্মাণকারীদের চিঠি পাঠানো হয়েছে। তাদের নির্মাণ ভেঙে ফেলতে বলা হয়েছে। সময় মেনে তারা সে কাজ না করলে ব্যবস্থা নেবে পুরসভা।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 7:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman: নোটিশ পাঠিয়ে কাজ হয়নি, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল বর্ধমান পৌরসভা