পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের অন্তর্গত কলমা গ্রাম পঞ্চায়েত। এই কলমা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩টি, যার মধ্যে কংগ্রেস পেয়েছিল ৬টি আসন, তৃণমূল পেয়েছিল ৪টি আসন, আজসু পার্টি পেয়েছিল ৪টি আসন। আর এই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করে কংগ্রেসের প্রধান নির্বাচিত হন চৈতন বাগতি ও উপপ্রধান নির্বাচিত হন তৃণমূলের অনাথ বন্ধু মাহাতো।
advertisement
আরও পড়ুন: ডিপার্টমেন্টে তিনদিনই হাসিখুশি ছিলেন স্বপ্নদীপ, তুলেছিলেন সেলফি, বলছেন অধ্যাপকরা
এ বিষয়ে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান চৈতন বাগদি জানান, তৃণমূলের সমর্থনে কংগ্রেসের বোর্ড গঠন করেছে। এলাকার উন্নয়নের জন্য সমস্ত কাজ আগামী দিনে করা হবে। এরপর আমরা একসঙ্গে এলাকার উন্নয়ন করব।
নির্বাচিত উপপ্রধান অনাথ বন্ধু মাহাত বলেন , তৃণমূল ও কংগ্রেস যৌথভাবে এখানে পঞ্চায়েতে বোর্ড গঠন করল। এক প্রকার তৃণমূল ও কংগ্রেসের জোট বলা যেতেই পারে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দল বদলের হিড়িক দেখা গিয়েছে গোটা রাজ্যে। এবার ঝালদার কলমা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও কংগ্রেস একসঙ্গে বোর্ড গঠন করে উন্নয়নের শরিক হতে চাইছে।
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়