Jadavpur University Student Death: ডিপার্টমেন্টে তিনদিনই হাসিখুশি ছিলেন স্বপ্নদীপ, তুলেছিলেন সেলফি, বলছেন অধ্যাপকরা

Last Updated:

Jadavpur University Student Death: অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা জানান, সহপাঠীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তাঁরই ক্লাসের ছেলেমেয়েরা। কান্নাকাটি করেছেন অনেকে, কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন ঘটনা শুনে।

বাংলা বিভাগে বন্ধুদের সঙ্গে সেলফিতে স্বপ্নদীপ (বাঁদিক থেকে দ্বিতীয়), ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বাংলা বিভাগে বন্ধুদের সঙ্গে সেলফিতে স্বপ্নদীপ (বাঁদিক থেকে দ্বিতীয়), ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় চারদিক। প্রশ্ন উঠছে হস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। অনেকে দাবি করছেন, হস্টেলের ভিতরে সিনিয়রদের দাদাগিরি, মাত্রাতিরিক্ত র‍্যাগিংয়ের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এমন অবস্থায় বাংলা বিভাগে সেই তিন দিন কী ঘটেছিল, নিউজ18 বাংলাকে বিস্তারিত জানালেন বিভাগীয় প্রধান জয়দীপ ঘোষ।
গত ৩ অগাস্ট বাবা রামপ্রসাদ কুণ্ডুর সঙ্গে গিয়ে বাংলা বিভাগে ভর্তি হন স্বপ্নদীপ। তারপর গত সোমবার, ৭ তারিখ ডিপার্টমেন্টে পা রাখেন স্বপ্নদীপ। প্রথমদিন বিভাগীয় প্রধান এবং বাকি অধ্যাপকেরা চার বছরের এই কোর্সের সিলেবাস সংক্রান্ত যাবতীয় আলোচনা করেন। তার পর দিন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। যেখানে সকলে মিলে গানবাজনা করেন। একে অপরের সঙ্গে আলাপচারিতা সারেন। তার পরদিন প্রথম ক্লাস হয়। বিভাগীয় প্রধান নিজে ক্লাসে গিয়ে নবাগতদের প্রশ্ন করেন, তাঁদের কোনও রকম অসুবিধা হচ্ছে কিনা, কোনও সাহায্যের দরকার কিনা। সেখানে কোনও কোনও পড়ুয়া প্রশ্ন করেন, কেউ কেউ অসুবিধা-সুবিধার কথা জানান।
advertisement
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর | Jadavpur University News Today
অধ্যাপক জয়দীপ ঘোষের কথায়, ‘‘আমি নিজে গিয়ে সকলের কাছ থেকে জানতে চেয়েছিলাম, কারও কোনও সমস্যা হচ্ছে কিনা। কেউ কেউ জানায়। কিন্তু স্বপ্নদীপ যে এই সমস্যার মধ্যে রয়েছে বা ওর মন ভাল নেই, সেটা ও বলতে পারেনি বোধহয়। আমরা বুঝতে পারিনি। ওকে এই তিনদিনই বেশ হাসিখুশি লেগেছে। প্রত্যেকটি ইভেন্টে অংশ নিয়েছে। বন্ধুদের সঙ্গে ছবি তুলেছে। হ্যাঁ, তবে খানিক কম কথা বলত বলে জানিয়েছে ওর বন্ধুরা। তবে প্রথম প্রথম সকলেই একটু সময় নেয় বলে সেটা অস্বাভাবিক লাগেনি কারও। আর বিভাগে ওর আচরণে কোনও রকম অসঙ্গতি নজর করেনি কেউ।’’
advertisement
অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা জানান, সহপাঠীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তাঁরই ক্লাসের ছেলেমেয়েরা। কান্নাকাটি করেছেন অনেকে, কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন ঘটনা শুনে। সে কারণে তাদের কথা বলে আশ্বস্ত করেছেন বিভাগের অধ্যাপকেরা। কোনওরকম অসুবিধার সম্মুখীন হলে যেন তাঁরা সরাসরি অধ্যাপকদের সঙ্গে কথা বলেন, তার জন্য উপস্থিত অধ্যাপক-অধ্যাপিকারা ফোন নম্বরও দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death: ডিপার্টমেন্টে তিনদিনই হাসিখুশি ছিলেন স্বপ্নদীপ, তুলেছিলেন সেলফি, বলছেন অধ্যাপকরা
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement