Jadavpur University Student Death: তিন দিনে দু'বার ইন্ট্রো, স্বপ্নদীপের উপরে কীভাবে মানসিক চাপ? সৌরভের থেকে উত্তর খুঁজছে পুলিশ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jadavpur University Student Death: বুধবার রাতে ঠিক কী ঘটেছিল? কারা নিয়েছিল এই ‘ইন্ট্রো’? কর্তৃপক্ষের ভূমিকা কী? এই বিষয়ে তদন্ত চলছে। শুক্রবার রাতে যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় উঠছে নানা একাধিক প্রশ্ন। পুলিশের তদন্তে প্রকাশ্যে এল নয়া তথ্য। ভর্তি হওয়ার তিনদিনের মধ্যে দু’বার ‘ইন্ট্রোডাকশন’ দিতে হয় তাঁকে। হস্টেলে তো ‘ইন্ট্রো’ দেওয়া বাধ্যতামূলক নয়, তা সত্ত্বেও কেন নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে? যাদবপুরের অন্যান্য ছাত্র যেই ‘ইন্ট্রো’ দেওয়া নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন। তাঁদের দাবি, এটা র্যাগিংয়েরই আর এক নাম। নানা ধরনের অশালীন প্রশ্নও করা হয়ে থাকে বলে অভিযোগ। যেখান থেকে মানসিক চাপ তৈরি হতে পারে।
বুধবার রাতে ঠিক কী ঘটেছিল? কারা নিয়েছিল এই ‘ইন্ট্রো’? কর্তৃপক্ষের ভূমিকা কী? এই বিষয়ে তদন্ত চলছে। শুক্রবার রাতে যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘পুরুষ! নাকি…’, মৃত্যুর রাতে স্বপ্নদীপের সঙ্গে হস্টেলের ছাদে কী চলছিল? হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে
advertisement
গত ৩ অগাস্ট বাংলা বিভাগে স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তি হন স্বপ্নদীপ। সৌরদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু জানিয়েছেন, প্রথম দিন ভর্তি করতে নিয়ে গিয়েই সৌরভের সঙ্গে তাঁদের আলাপ। সেখানেই সৌরভ রামপ্রসাদকে আশ্বাস দেন, তিনি তাঁর ছেলের খেয়াল রাখবেন। এখন জানা যাচ্ছে, হস্টেলে সৌরভের ‘দাদাগিরি’ চলত। রামপ্রসাদ কুণ্ডুর কথায়, তিনিই এই ‘হস্টেলের বাবা’। এফআইআর-এ সৌরভের নাম জানিয়েছিলেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর | Jadavpur University News Today
২০২২ সালে অঙ্কে এমএসসি পাস করেন সৌরভ। কিন্তু পাস করে যাওয়া পরও গত একবছর ধরে তিনি হস্টেলেই থাকতেন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিয়ম, কোনও পড়ুয়া অপর পড়ুয়ার গেস্ট হিসেবে হস্টেলে থাকতে পারে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, সৌরভ পাস করে যাওয়ার পরও নিজেই নিজের গেস্ট হিসেবে হস্টেলে থাকতেন।
advertisement
এখানেই প্রশ্ন উঠছে, সৌরভ চৌধুরী কি এতটাই প্রভাবশালী? পাস করে যাওয়ার পরও একবছর ধরে সৌরভ চৌধুরী হস্টেলে থাকছিলেন কীভাবে? এই বিষটি কর্তৃপক্ষের নজরেই আসেনি, নাকি তাদের প্রচ্ছন্ন মদতেই এমনটা সম্ভব হয়েছে? সিনিয়র দাদার ভরসায় ছেলেকে রেখে আসাই কি কাল হল?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 11:47 AM IST