তমলুকের জনপ্রিয় পিকনিক স্পট রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল। তমলুক শহরের পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদ। ফলে শীতকালে বহু মানুষ আসেন পিকনিকের জন্য। শুধু পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে নয় পার্শ্ববর্তী জেলাগুলি থেকে মানুষ আছেন পিকনিকের জন্য তমলুকের রূপনারায়ণের পাড়ে। কিন্তু তোমাকে পিকনিক করতে এসে সবচেয়ে সমস্যায় পড়তে হয় পিকনিক দলদের।
advertisement
আরও পড়ুনঃ জমির ধান আগুনে পুড়ে ছাই! সংকটে কৃষকের পরিবার
রূপনারায়ণ নদের পাড়ে পিকনিক স্পটে নেই পানীয় জলের ব্যবস্থা ও শৌচালয়ের ব্যবস্থা। শৌচালয় না থাকায় বিশেষ করে মহিলাদের আরও বেশি সমস্যা হয়। এবার পিকনিক করতে আসা মানুষজনের পাশে তাম্রলিপ্ত পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডএর রূপনারায়ণ নদী পাড়ের পিকনিক স্পটে পৌরসভার পক্ষ থেকে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা রাখার হবে বলে জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ড. দীপেন্দ্র নারায়ণ রায়।
আরও পড়ুনঃ মহিষাদল রাজবাড়ি পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ
তিনি বলেন, 'ডিসেম্বর মাস মানেই পিকনিকের জন্য মানুষ আসেন তমলুকে। পিকনিক স্পটে স্থানীয় কাউন্সিলর কে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থার জন্য বলা হয়েছে। পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় অন্যের জায়গায় স্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করা সম্ভব না।'
Saikat Shee