TRENDING:

Purba Medinipur News: পিকনিকে আসা মানুষের সুবিধার্থে অস্থায়ী শৌচালয় ও পানীয় জল

Last Updated:

তমলুকে পিকনিক করতে এসে আর সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। উদ্যোগী পৌরসভা। তমলুক রূপনারায়ণ পাড়ের পিকনিক স্পটে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে। শীত মানেই পিকনিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক : তমলুকে পিকনিক করতে এসে আর সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। উদ্যোগী পৌরসভা। তমলুক রূপনারায়ণ পাড়ের পিকনিক স্পটে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে। শীত মানেই পিকনিক। তাই শীতকালে প্রতিটি নদীর তীরবর্তী অঞ্চলে সপ্তাহের শেষে শনি রবিবার দিন কিংবা যে কোন ছুটির দিন দলে দলে মানুষ আসেন পিকনিক করতে। কিন্তু পিকনিক স্পটে এসে নানান রকমের অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষদের। বিশেষ করে পানীয় জল এবং শৌচালয় না থাকলে সমস্যা আরও গভীর হয়।
advertisement

তমলুকের জনপ্রিয় পিকনিক স্পট রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল। তমলুক শহরের পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদ। ফলে শীতকালে বহু মানুষ আসেন পিকনিকের জন্য। শুধু পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে নয় পার্শ্ববর্তী জেলাগুলি থেকে মানুষ আছেন পিকনিকের জন্য তমলুকের রূপনারায়ণের পাড়ে। কিন্তু তোমাকে পিকনিক করতে এসে সবচেয়ে সমস্যায় পড়তে হয় পিকনিক দলদের।

advertisement

আরও পড়ুনঃ জমির ধান আগুনে পুড়ে ছাই! সংকটে কৃষকের পরিবার

রূপনারায়ণ নদের পাড়ে পিকনিক স্পটে নেই পানীয় জলের ব্যবস্থা ও শৌচালয়ের ব্যবস্থা। শৌচালয় না থাকায় বিশেষ করে মহিলাদের আরও বেশি সমস্যা হয়। এবার পিকনিক করতে আসা মানুষজনের পাশে তাম্রলিপ্ত পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডএর রূপনারায়ণ নদী পাড়ের পিকনিক স্পটে পৌরসভার পক্ষ থেকে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা রাখার হবে বলে জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ড. দীপেন্দ্র নারায়ণ রায়।

advertisement

আরও পড়ুনঃ মহিষাদল রাজবাড়ি পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ

তিনি বলেন, 'ডিসেম্বর মাস মানেই পিকনিকের জন্য মানুষ আসেন তমলুকে। পিকনিক স্পটে স্থানীয় কাউন্সিলর কে অস্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থার জন্য বলা হয়েছে। পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় অন্যের জায়গায় স্থায়ী শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করা সম্ভব না।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পিকনিকে আসা মানুষের সুবিধার্থে অস্থায়ী শৌচালয় ও পানীয় জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল