তাই প্লাস্টিক বর্জনের বার্তা দিতে দিঘায় সচেতনতা প্রচার চালাল এগরা সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্যা বিভাগের একদল পড়ুয়া। পথনাটক পরিবেশ করেন তাঁরা। তুলে ধরেন প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক। এছাড়া সমুদ্রস্নানে দুর্ঘটনা রুখতে মত্ত হয়ে স্নানে নামাতে বারণ করা হয় পর্যটকদের।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী শিলান্যাস করার পরও নির্মিত হয়নি রাস্তা
advertisement
দিঘা ও উদয়পুর লাগোয়া সৈকতের এই কর্মসূচির পরিচালনা করেন এগরা কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক মলয় বারিক। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য অধ্যাপক ও শিক্ষাকর্মীবৃন্দ।
আরও পড়ুনঃ দিঘায় নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচল একই পরিবারের তিনজনের!
কলেজের অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলী জানান, 'পরিবেশকে দূষন মুক্ত করতে প্রকৃতিকে বাঁচাতে নাটক বিভাগের এই উদ্দোগ সফল হবে। আমাদের ছাত্রছাত্রীরা তার অংশীদার।' নাটক ও নাট্যচর্চা বিভাগের অধ্যাপক মলয়বারিক জানান, 'নাটক সরাসরি মানুষের মনে প্রভাব ফেলে। পরিবেশ দূষণ নিয়ে তাই তাদের এই আয়োজন।'
Saikat Shee