নামখানা, কাকদ্বীপের মত দিঘাতেও বান ডেকেছে ইলিশের। গত কয়েক দিনে মৎস্যজীবীদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় মৎস্যজীবীদের মুখেও হাসি দেখা দিয়েছে। মেঘলা আবহাওয়া, বৃষ্টি এবং পূবালী বাতাসের দাপট থাকায় প্রতিদিন গড়ে ১০-১২ টন ইলিশ ধরা পড়েছে জালে। দিঘা মোহনায় মঙ্গলবার ১২ টন ইলিশ ওঠে বলে জানিয়েছেন দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়্যা। তিনি বলেন, ‘ইলিশ উপযোগী আবহাওয়া থাকায় শেষ এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ১০-১২ টন ইলিশ উঠছে। শেষ সাতদিনে প্রায় ৮০ টনের বেশী ইলিশ মাছ উঠেছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। আবহাওয়া এখনও অনুকূল থাকায় আরও ইলিশ ধরা পড়বে বলেই আশা আমাদের।’
advertisement
প্রচুর ইলিশ ধরা পড়ায় এদিন ইলিশের দাম কিছুটা কম হলেও তুলনামূলক দাম কমেনি। এদিন দিঘা মোহনায় ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ পাইকারি বাজারে সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা কিলো হিসেবে বিক্রি হয়েছে। আর এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১২০০-১৩০০ টাকা মূল্যে। গত ২ বছর ধরে ইলিশের খরা গেছে দিঘায়। ফলে এবার ভাল ইলিশের আশায় ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ইলিশ উপযোগী আবহাওয়া না থাকায় এবারও মরসুমের শুরুতে সেভাবে ধরা পড়ছিল না ইলিশ। তবে এ মাসে বৃষ্টি নামার পর থেকেই জালে উঠতে শুরু করেছে ইলিশের ঝাঁক। প্রচুর ইলিশ পেয়ে খুশি মৎস্যজীবীরা।
Saikat Shee





