শীতকালে প্রতি শনি রবিবার বা ছুটির দিনে পরিবার বন্ধু-বান্ধব বা অফিস কলিগদের সঙ্গে পিকনিকে গড়িয়ে পড়ে ভ্রমণ প্রিয় বাঙালি। শুধু পিকনিক নয় শীতের সময়ে কাছে দূরে বেড়ানোর জায়গাগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ফলে শীতকালে রাস্তায় গাড়ির চাপ বাড়ে। শীতের সময় পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় মানুষের কার্যতা ঢল নামে। বড়দিনের আগে দিঘার সমুদ্র সৈকত মুখরিত পর্যটকদের কোলাহলে।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছর বাদে আলোকিত হবে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে
একদিকে দিঘা সহ বিভিন্ন পর্যটন মুখী পর্যটকদের গাড়ি অন্যদিকে হলদিয়া কোলাঘাট শিল্পাঞ্চল শহরের গাড়ি। ফলে পর্যটন মরশুমে জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে গাড়ি চাপ বাড়ে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাই পর্যটন মরশুমে ট্রাফিক বিভাগের তৎপরতা বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক বিভাগ থেকে বেশ কয়েকটি মোড়ে নতুন করে ট্রাফিক সিগনাল তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ কাউন্সিলরের নেতৃত্বে শহরে মদ বিরোধী আন্দোলনে সামিল জনতা
১১৬ বি নন্দকুমার দিঘা জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় নতুন করে ব্লিংকার, রোড সেফটির জন্য সাইনার লাগানো হয়েছে। রাতে এছাড়াও দূরপাল্লার গাড়িচালকদের জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চা ও জলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও পথ নিরাপত্তার জন্য গাড়ির ওভার স্পীড চেকিং চলছে। এর পাশাপাশি পথ নিরাপত্তার জন্য রোড সেফটি প্রোগ্রাম জেলা জুড়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে।
Saikat Shee