Purba Medinipur News: স্বাধীনতার ৭৫ বছর বাদে আলোকিত হবে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে

Last Updated:

দেশের পরাধীনতার অন্ধকারের গ্লানি থেকে স্বাধীনতার আলো ছড়িয়ে দিতে প্রান বিসর্জন করেছিলেন মাতঙ্গিনী হাজরা। তাঁরই জন্মভিটে স্বাধীনতার ৭৫ বছর বাদেও অন্ধকারে ঢাকা। অবশেষে বসবে বৈদ্যুতিক মিটার, আলোকিত আলোকিত হবে হোগলা গ্রামে মাতঙ্গিনী হাজরার কুটির।

+
মাতঙ্গিনী

মাতঙ্গিনী হাজরার জন্মভিটে

#তমলুক : দেশের পরাধীনতার অন্ধকারের গ্লানি থেকে স্বাধীনতার আলো ছড়িয়ে দিতে প্রান বিসর্জন করেছিলেন মাতঙ্গিনী হাজরা। তাঁরই জন্মভিটে স্বাধীনতার ৭৫ বছর বাদেও অন্ধকারে ঢাকা। অবশেষে বসবে বৈদ্যুতিক মিটার, আলোকিত আলোকিত হবে হোগলা গ্রামে মাতঙ্গিনী হাজরার কুটির। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অধ্যায়। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার আলোয় পৌঁছে দিতে বহু মেদিনীপুরের মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মাতঙ্গিনী হাজরা।
গান্ধী বুড়ি নামে খ্যাত মাতঙ্গিনী হাজরা, ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখেন। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে তমলুক থানা দখল অভিযানে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তমলুক থানার অদূরে বানপুকুর পাড়ে ব্রিটিশ বাহিনীর গুলিতে লুকিয়ে পড়েও জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি তিনি। ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনীর গুলিতে প্রাণ ত্যাগ করেন তিনি। দেশকে স্বাধীনতার আলো পৌঁছে দিতে মিছিলের সম্মুখে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে নেওয়া এই মহীয়সীর জন্মভিটে স্বাধীনতার ৭৫ বছর বাদেও অন্ধকারে নিমজ্জিত।
advertisement
আরও পড়ুনঃ কাউন্সিলরের নেতৃত্বে শহরে মদ বিরোধী আন্দোলনে সামিল জনতা
অবশেষে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে হোগলা গ্রামে মাতঙ্গিনী কুটির আলোকিত হতে চলেছে। তমলুক থানার অন্তর্গত হোগলা গ্রামে মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন। এই হোগলা গ্রামে মাতঙ্গিনী কুটিরে নেই বৈদ্যুতিক সংযোগ। সন্ধ্যা ঘনিয়ে রাত নামলেই আধারে ডুবে যায় মাতঙ্গিনী হাজরার কুটির। স্থানীয় মানুষের দাবি ছিল মাতঙ্গিনী হাজরার কুটিরে বৈদ্যুতিক সংযোগ করা হোক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্লাটিনাম জুবিলি উদযাপনে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা
অবশেষে স্থানীয় বাসিন্দাদের সেই দাবি পূরণ হতে চলেছে। সম্প্রতি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির একটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান হোগলা গ্রামে মাতঙ্গিনী কুটিরে বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতের মিটার, বিদ্যুতের বিল বাবদ খরচ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হবে। পঞ্চায়েত সমিতির অর্থ ও পরিকল্পনা স্থায়ী সমিতির মিটিংয়ে এই প্রস্তাব গৃহীত হয়। উপস্থিত বিডিও, সভাপতি ও কর্মাধ্যক্ষ সহ সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: স্বাধীনতার ৭৫ বছর বাদে আলোকিত হবে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement