Purba Medinipur News: প্লাটিনাম জুবিলি উদযাপনে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা

Last Updated:

স্কুলের প্লাটিনিয়াম জুবিলী উদযাপনে আমন্ত্রণ মূলক আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হল। নন্দকুমার ব্লকে খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ প্লাটিনাম জুবিলি উদযাপনে শুরু হয়েছে আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। আমন্ত্রণ মূলক আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার ১৫ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর ফুটবল প্রতিযোগিতা।

+
আন্তঃস্কুল

আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের প্রাক্তন ফুটবলার মৃদুল ব্যানার্জি

#নন্দকুমার স্কুলের প্লাটিনিয়াম জুবিলী উদযাপনে আমন্ত্রণ মূলক আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হল। নন্দকুমার ব্লকে খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ প্লাটিনাম জুবিলি উদযাপনে শুরু হয়েছে আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। আমন্ত্রণ মূলক আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার ১৫ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর ফুটবল প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কোলাঘাট হলদিয়া, নন্দকুমার সহ বিভিন্ন প্রান্তের ১৬ টি স্কুলের ফুটবল টিম এই আমন্ত্রণ মূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদিন ১৫ ডিসেম্বর আটটি দলের খেলা। ১৬ ডিসেম্বর আবার অন্য ৮ টি দলের খেলা হবে। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে ১৬ ডিসেম্বর শুক্রবার।
খেলার শুভ উদ্বোধন করেন মোহনবাগান ক্লাবের প্রাক্তণ ফুটবলার মৃদুল ব্যানার্জি প্রধান শিক্ষক স্কুলের প্রেসিডেন্ট অনুপ কুমার বেরা, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এসে প্রাক্তন ফুটবলার মৃদুল ব্যানার্জি জানান, ' বর্তমান সময়ে বাংলার খেলাধুলার পরিকাঠামোর উন্নয়ন ঘটলেও বাংলার ফুটবল ক্রমশ পিছিয়ে পড়ছে। বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে স্কুলের যেমন ভূমিকা আছে তেমনি শিক্ষানবিস ফুটবলারদের অভিভাবকদের ভূমিকা আছে। সবার একত্র প্রয়াসে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।'
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু শুধু ফুল না, পাঁশকুড়ার পার্কও!
এছাড়াও তিনি বলেন, আমি এই এলাকার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশেষ করে এই স্কুলের শিক্ষানবিশ ফুটবলারদের। সেই লক্ষ্যে আগামী দিনে এই খঞ্চির প্রাক্তন ফুটবলার, অভিভাবক ও স্কুলের শিক্ষকদের নিয়ে বৈঠক করব। খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবিলি দিবস উদযাপনে শুধু আমন্ত্রণ মূলক আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা নয় অন্যান্য খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কাবাডি ভলিবল সহ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের এই উদ্যোগে খুশি।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: প্লাটিনাম জুবিলি উদযাপনে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement