Purba Medinipur News: কাউন্সিলরের নেতৃত্বে শহরে মদ বিরোধী আন্দোলনে সামিল জনতা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে মদবিরোধী আন্দোলন আগে থেকেই শুরু করেছে ওয়ার্ডের বাসিন্দারা। এবার সেই আন্দোলনে নিজেকে সামিল করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। তাম্রলিপ্ত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রত্নালী এলাকায় চার বছর আগে দুটি মদ দোকান শুরু হলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ প্রতিবাদ জানায়।
#তমলুক : তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে মদবিরোধী আন্দোলন আগে থেকেই শুরু করেছে ওয়ার্ডের বাসিন্দারা। এবার সেই আন্দোলনে নিজেকে সামিল করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। তাম্রলিপ্ত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রত্নালী এলাকায় চার বছর আগে দুটি মদ দোকান শুরু হলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ প্রতিবাদ জানায়। পরবর্তীকালে দোকানগুলি বন্ধ হয়ে যায়। কিন্তু এর একটি দোকান সম্প্রতি চালু হয় এলাকার বাসিন্দারা এর বিরুদ্ধে সরব হয়ে লাগাতার প্রতিবাদ মিটিং মিছিল নাগরিক সভা বিক্ষোভ গড়ে তুলছে।
প্রসঙ্গত তমলুকের এই রতনালীতে চার বছর আগে দুটি মদের দোকান চালু হলে স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়ে। স্থানীয় মানুষজনের কথায় প্রাধান্য দিয়ে প্রশাসন ওই দুটো মদ দোকান বন্ধ করে দেয়। কিন্তু সম্প্রতি ফের ওই দুটি লাইসেন্স প্রাপ্ত বিদেশি মদের দোকান খোলার তোড়জোড় শুরু করে মালিকগণ। ইতিমধ্যে একটি দোকান খুলেছে আর তাতেই ফেটে পড়ে স্থানীয় মানুষজন। প্রতিবাদ মিছিল বিক্ষোভ ডেপুটেশন আন্দোলন গড়ে তোলে।
advertisement
আরও পড়ুনঃ প্লাটিনাম জুবিলি উদযাপনে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা
এই মদ বিরোধী বা মদ দোকান বন্ধের দাবি আন্দোলনে সামিল হল স্থানীয় কাউন্সিলর। নতুনভাবে দোকান খুললে প্রতিবাদ শুরু হয় এবং বিকেলের পর এলাকার কাউন্সিলার তৃপ্তি ভট্টাচার্য সহ সর্বস্তরের মা-বোনেরা ও এলাকাবাসী মিছিল করে বিক্ষোভ দেখায়। তৃপ্তি দেবী বলেন, 'আমি শাসকদলের কাউন্সিলর হলেও জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধি আমি। এই এলাকায় মদ দোকান চালু থাকলে মা-বোনেদের নিরাপত্তা থাকবে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু শুধু ফুল না, পাঁশকুড়ার পার্কও!
এলাকা দিয়ে স্কুলের ছাত্রীরা যাতায়াত করে। তাদেরও নিরাপত্তার বিঘ্নিত হবে। তাই এলাকায় যাতে মদ দোকান না হয় সেই দাবি জানিয়ে প্রতিবাদ জারি রাখছি। মাননীয় জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকদের আবেদন কাছে আবেদন আপনারা দ্রুত ঐ মদ দোকান বন্ধে উপযুক্ত ব্যবস্থা নিন।'
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 16, 2022 1:59 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: কাউন্সিলরের নেতৃত্বে শহরে মদ বিরোধী আন্দোলনে সামিল জনতা