North East Frontier Railway: পরিকাঠামোয় উন্নয়ন, পণ্য পরিবহণে বিপুল দক্ষতা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গত বছর ডিসেম্বর মাসে মালবাহী পরিবহণ পরিষেবায় তাদের দক্ষতা অব্যাহত রেখেছে এবং মালবাহী আনলোডিং-এর ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে
নয়া দিল্লি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গত বছর ডিসেম্বর মাসে মালবাহী পরিবহণ পরিষেবায় তাদের দক্ষতা অব্যাহত রেখেছে এবং মালবাহী আনলোডিং-এর ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে। এই মাসে গোটা জোন জুড়ে মোট ১,২৮৭টি মালবাহী রেক আনলোডিং করা হয়েছে, যা ডিসেম্বর ২০২৪-এ আনলোডিং করা ১,১৮৪টি রেকের তুলনায় ৮.৭% বৃদ্ধি পেয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই-এর চাল, চিনি, নুন, খাদ্য তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটোমোবাইল, ট্যাঙ্কার এবং অন্যান্য পণ্য-সহ বিভিন্ন সামগ্রী পরিবহণ করেছে। অসমে মোট ৬৮৯ টি রেক থেকে পণ্য সামগ্রী আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৫১ টি রেক প্রয়োজনীয় পণ্য বহনকারী। এটি জনসাধারণের দৈনন্দিন চাহিদা পূরণে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। একই সময়ে, ত্রিপুরায় ১০৬টি, নাগাল্যান্ডে ২৩টি, অরুণাচল প্রদেশে ৯টি, মণিপুরে ২৩টি, মেঘালয়ে ৩টি এবং মিজোরামে ২২টি রেক আনলোড করা হয়েছে।
advertisement
এছাড়াও, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন এলাকায় পশ্চিমবঙ্গে ২২৫টি রেক এবং বিহারে ১৮৭টি রেক পণ্য সামগ্রী আনলোড করেছে, যার মধ্যে অত্যাবশ্যকীয় ও আবশ্যকীয় দুই ধরনের সামগ্রী ছিল। সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর নিরবচ্ছিন্ন চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে শিল্প ও অন্যান্য পণ্যের পরিবহণ এই অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সমর্থন ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্ত কার্যনির্বাহী স্তরে নিয়মিত পর্যবেক্ষণ এবং ফিল্ড ইউনিটগুলির সমন্বিত প্রচেষ্টার ফলে টার্ন অ্যারাউন্ড টাইম কমানো এবং সামগ্রিকভাবে আনলোডিং দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।
advertisement
advertisement
মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ” এই সাফল্যগুলি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অপারেশনাল উৎকর্ষতা, নির্ভরযোগ্যতা এবং দক্ষ পণ্য পরিবহণ কার্যক্রমের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রতি অঙ্গীকারকে ফের নিশ্চিত করে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 9:10 AM IST





