কলকাতার উচ্চ আদালতের নির্দেশ ক্রমে বনদপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর, রেল কর্তৃপক্ষ সমন্বয়ে ওই দিনগুলিতে পশু শিকার এবং জীব বৈচিত্রের ক্ষতিসাধনের হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য সামগ্রিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ বয়স একটা সংখ্যা মাত্র! ১০২ বছর বয়সেও সবকিছুতেই সাবলীল এক বৃদ্ধ
advertisement
সেন্দরা পরব ও শিকার উৎসবে কেউ যেন, সাপ, গোসাপ, নেউল, ভাম, মেছো বিড়াল, পাখি ও বাদুড় বা অন্য কোন বন্যপ্রাণী শিকার না করে তা বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করা হচ্ছে জেলা বনদপ্তরের তরফে।
আরও পড়ুনঃ পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে চেয়ারম্যান কর্মসূচি
১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী এটি একটি দন্ডনীয় অপরাধ। সাজা হিসেবে ১০ বছর পর্যন্ত জেল এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে। পূর্ব মেদিনীপুর জেলার বন আধিকারিক অনুপম খান জানান, \"এই শিকার উৎসবে বণ্যপ্রাণ বাঁচাতে তৎপর জেলা বন বিভাগ। জেলা প্রশাসন, রেল পুলিশ, এনজিও সমন্বয়ে স্টেশনে স্টেশনে প্রচার চলছে। এমনকি ট্রেনে ট্রেনে স্বেচ্ছাসেবক দিয়ে নজরদারি চালানো হচ্ছে যাতে করে একজন শিকারিও শিকার উৎসবে অংশগ্রহণ করতে না পারে।''
Saikat Shee





