Problem In Panskura: রেলগেট একবার বন্ধ হলে এক ঘণ্টার ঝক্কি, দেবে-র আশ্বাসে পাঁশকুড়ায় এবার রেল যন্ত্রণা থেকে মুক্তি!
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Problem In Panskura: সম্প্রতি পাঁশকুড়ার একটি অনুষ্ঠানে সাংসদ দেব আবারও এই লেভেল ক্রসিং নিয়ে আশ্বাস দেন। এবার সংসদ দেবের আশ্বাসে স্বপ্ন দেখতে শুরু করেছে পাঁশকুড়ার বাসিন্দারা।
advertisement
1/5

পাঁশকুড়া: পাঁশকুড়ার রেলগেট বা লেভেল ক্রসিং সংক্রান্ত দুর্ভোগ নতুন নয়। এই সমস্যা দশকের পর দশক ধরে চলে আসছে। এবার কী সেই যন্ত্রণা থেকে মুক্তি! পাঁশকুড়ার মানুষ স্বপ্ন দেখছে। রেল যন্ত্রণা পাঁশকুড়ার বাসিন্দাদের নিত্য প্রতিদিনের সঙ্গী। দীর্ঘ দুই দশক ধরেই এই যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি পাঁশকুড়ার বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া দক্ষিণ পূর্ব রেল শাখার গুরুত্বপূর্ণ জংশন। দক্ষিণ পূর্ব রেল শাখার হাওড়া খড়গপুর লাইনে পাঁশকুড়া জংশন। প্রতিদিন এই লাইনের ওপর দিয়ে বহু এক্সপ্রেস, মেল, লোকাল ট্রেন ও মালগাড়ি যাতায়াত করে। ফলে পাঁশকুড়া জংশন এর কাছে অবস্থিত রেল লেভেল ক্রসিং দীর্ঘক্ষণ বন্ধ থাকে।
advertisement
2/5
যাতায়াতের সময় আটকা পড়ে বহু মানুষ। সাধারণ মানুষের অভিযোগ, একবার রেলগেট পড়লেই ১৫ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকে লেভেল ক্রসিং। প্রতিদিন তাদের কাজের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও আটকে পড়ে ওই রুটের বাস।
advertisement
3/5
এমনকি আটকে পড়ে রোগী সহ অ্যাম্বুলেন্স স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় বাধ্য হয়েই মানুষ লেভেল ক্রসিং এর নীচ দিয়ে পারাপার করে। আর এর ফলেই ঘটে দুর্ঘটনা। সাধারণ মানুষ বহুবার লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের দাবি জানালেও রেল কর্তৃপক্ষ তা কানে তোলেনি।
advertisement
4/5
পাঁশকুড়া নতুন বাজার থেকে জাতীয় সড়কের মেচগ্রাম মোড় পর্যন্ত যাওয়ার এই রাস্তার উপরেই এই লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং পেরিয়েই পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজে আসে। কিন্তু উড়ালপুল না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় কলেজ ছাত্র ছাত্রী, সাধারণ মানুষদের। সম্প্রতি পাঁশকুড়ার একটি অনুষ্ঠানে সাংসদ দেব আবারও এই লেভেল ক্রসিং নিয়ে আশ্বাস দেন। এবার সংসদ দেবের আশ্বাসে স্বপ্ন দেখতে শুরু করেছে পাঁশকুড়ার বাসিন্দারা। এরকমই এক বাসিন্দা অমিত মণ্ডল জানিয়েছেন, "সংসদের আশ্বাস দিয়েছেন আশা করা যায় এবার এই রেলগেট নিয়ে ইতিবাচক কিছু পদক্ষেপ হবে।"
advertisement
5/5
রেললাইনের ওপর এই এলাকায় উড়ালপুল নিয়ে পাঁশকুড়া সাংসদ দেব, 'সংসদের অধিবেশনে আগেও এই সমস্যার কথা বলেছি। আবারও সংসদের অধিবেশনে এই সমস্যার কথা তুলে ধরব। প্রয়োজনে রেলমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব। সাধারণ মানুষের অসুবিধার দিকটা তুলে ধরা হবে। কারণ রেলগেট একবার বন্ধ হলে দীর্ঘক্ষণ যাতায়াত বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়ে পাঁশকুড়ার সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রী ও রোগী আত্মীয় পরিজন।" প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভারতের রেলমন্ত্রী ছিলেন তিনি এই এলাকায় উড়ালপুল তৈরী সচেষ্ট হয়েছিলেন। কিন্তু কোনও কারণে দশকের পর দশক পাঁশকুড়া স্টেশন এর অদূর এই রেলগেট নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পাঁশকুড়া বাসীকে। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Problem In Panskura: রেলগেট একবার বন্ধ হলে এক ঘণ্টার ঝক্কি, দেবে-র আশ্বাসে পাঁশকুড়ায় এবার রেল যন্ত্রণা থেকে মুক্তি!