দিঘার সমুদ্রতটে ওগুলো কী...? যেন সবুজ কার্পেটে ঢেকেছে স্নানঘাট, অজান্তেই চরম 'ফাঁদে' পড়ছেন পর্যটকরা
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Digha: দূর থেকে সুন্দর, কাছে গেলেই বিপদ, দিঘার সবুজ শ্যাওলায় অজান্তেই বিপদে পড়ছেন পর্যটকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন সমুদ্রতটে। সেই ভিড়ের মধ্যেই এই বিপজ্জনক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন লাইফগার্ডরাও। অনেক পর্যটক সতর্কবার্তা শুনতেও চাইছেন না। ছবি তোলা ও ভিডিও বানানোর নেশায় বিপদকে উপেক্ষা করছেন। ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
advertisement
সমুদ্রের ধারে জমে থাকা এই সবুজ শ্যাওলা এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কড়া নজরদারির দাবি উঠেছে। দ্রুত স্নানঘাটগুলি পরিষ্কার করারও জোরাল আবেদন জানান হয়েছে পর্রযটকদের তরফে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক বোর্ড লাগানোর দাবিও উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।









