Success Story: দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে জেলা জয়, অন্যের জুতো ধার করে বাজিমাত! ছোট্ট মেয়ের লড়াই দেখে চোখে জল আসবে
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur Success Story: খালি পায়ে স্বপ্ন বুনে জেলা জয়, ভগবানপুরের সুষমার প্রতিভাকে সুষমাকে স্যালুট জানাচ্ছেন সকলে।
বাবা পরিযায়ী শ্রমিক। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। নেই খেলার জুতো। নেই খেলার পোশাক। কনকনে ঠান্ডায় পরার মতো গরম জামাকাপড়ও তার নেই। তবুও হার মানেনি মাত্র ছ’বছরের সুষমা দত্ত। অন্যের ধার করা জুতো পরে মাঠে নেমেছিল সে। প্রতিকূলতাকে উপেক্ষা করেই লংজাম্পে জেলা চ্যাম্পিয়ন হয়েছে ভগবানপুরের এই খুদে প্রতিভা। খুদে বয়সেই তার সাফল্য তাক লাগিয়েছে সবাইকে। (ছবি ও তথ্য - মদন মাইতি)
advertisement
সুষমা দত্ত পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের খাজুরআড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। শিশু শ্রেণি পেরিয়ে এবছর সে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। গত সোমবার পাঁশকুড়ায় অনুষ্ঠিত জেলাস্তরের প্রতিযোগিতায় সে অংশ নেয়। লংজাম্পে বালিকাদের ক বিভাগে সেরা হয়ে ওঠে সুষমা। আগামী শনি ও রবিবার উত্তর ২৪ পরগনার বাণীপুরে আয়োজিত রাজ্যস্তরের স্টেট মিটে অংশ নেবে সে।
advertisement
পাঁশকুড়া বনমালী কলেজ মাঠে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্রের পড়ুয়ারা এতে অংশ নেয়। সেখানে এগরা মহকুমার প্রতিনিধিত্ব করে সুষমা। অঞ্চল, চক্র ও মহকুমা স্তর পেরিয়ে সে জেলাস্তরেও প্রথম স্থান অধিকার করে নেয়।
advertisement
দারিদ্রতা কখনও সুষমার প্রতিভাকে থামাতে পারেনি। খেলাধুলার জন্য প্রয়োজনীয় জুতো না থাকলেও অন্যের জুতো পরেই সে মাঠে নেমেছে। সেই লড়াইয়েই এসেছে সাফল্য। মাত্র ছ’বছর বয়সেই সে বাড়িতে এনেছে মোট ছ’টি ট্রফি। এর মধ্যে অঞ্চল স্তরে দুটি, চক্র স্তরে দুটি, মহকুমা স্তরে একটি এবং জেলাস্তরে একটি ট্রফি রয়েছে তার ঝুলিতে।
advertisement
সুষমার বাবা সুমন দত্ত পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করেন। মা শঙ্করীদেবী সংসারের যাবতীয় দায়িত্ব সামলান। সীমিত আয়ের মধ্যেই চলে পরিবার। তবুও মেয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন তাঁরা। সুষমার এই সাফল্যে ভীষণ খুশি পরিবার । বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তার প্রতিভায় গর্বিত। সকলেই চান, আগামী দিনে সে আরও বড় সাফল্য অর্জন করুক।
advertisement
সুষমার কৃতিত্বে ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণে তাকে সংবর্ধনা জানানো হয়। দুঃস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, জেলায় সেরা হয়ে সুষমা ভগবানপুর ও জেলাকে গর্বিত করেছে। রাজ্যস্তরের প্রতিযোগিতায়ও সে সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে সবরকম সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। (ছবি ও তথ্য - মদন মাইতি)









