Saraswati Puja: দিঘার পর্যটকদের জন্য এবার সরস্বতী পুজোয় বড় সারপ্রাইজ! ঝাউবন বাঁচাতে রামনগরে রূপকথার মণ্ডপ
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur Saraswati Puja: ঝাউবন বাঁচানোর ভাবনায় সরস্বতী বন্দনা, প্রকৃতির সুরে অভিনব মণ্ডপ।
রামনগর, মদন মাইতি: ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দিঘা সহ উপকূলবর্তী এলাকার প্রকৃতি। প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হচ্ছে দিন দিন। পর্যটকদের অসচেতনতা, আর প্রকৃতি প্রেমের অভাবে ধ্বংসের মুখে পড়ছে উপকূলীয় পরিবেশ। এই পরিস্থিতিতে প্রকৃতি রক্ষার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিল দিঘার অদূরে রামনগরের পেজ ইলেভেন ক্লাব। আসন্ন সরস্বতী পুজোয় তাদের থিম রাখা হয়েছে ‘প্রকৃতির সুরে’। এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে প্রকৃতির ধ্বংসের বাস্তব ছবি। পাশাপাশি জানানো হবে কীভাবে এখনও সময় থাকতেই প্রকৃতিকে রক্ষা করা যায়। প্রকৃতি ও মানবজীবনের সম্পর্ক বোঝানোই এই পুজোর মূল লক্ষ্য।
এ বছর পেজ ইলেভেন ক্লাবের সরস্বতী পুজো ১৬ তম বর্ষে পদার্পণ করছে। তাই দেড় দশক পেরিয়ে এবছর পুজোকে আরও বিশেষ করে তুলতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। দিঘার কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছেও এই পুজো বাড়তি আকর্ষণ হয়ে উঠতে চলেছে। ক্লাবের সদস্যদের মতে, শুধু উৎসব নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাও রয়েছে। সেই ভাবনা থেকেই পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরার সিদ্ধান্ত। মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীদের চোখের সামনে ফুটে উঠবে প্রকৃতির বর্তমান সংকট। ঝাউবনের ধ্বংস, সবুজ হারিয়ে যাওয়ার ছবি এবং তার প্রভাব স্পষ্টভাবে দেখানো হবে।
advertisement
আরও পড়ুন: ডাক বিভাগের দৌলতে অভাবের দিন শেষ, শিল্পীদের পকেটে ঢুকেছে মোটা টাকা! এক ফোনেই ঘরে পৌঁছবে ছৌ মুখোশ
সম্পূর্ণ মণ্ডপের নকশা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন শিল্পী শুভাশিস শী। তাঁর হাতের ছোঁয়ায় মণ্ডপ সেজে উঠবে পরিবেশবান্ধব ভাবনায়। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে বিশেষ প্রতিমা। কুমোরটুলির প্রতিমা শিল্পী অমল কুমার পালের দক্ষ হাতে গড়ে উঠছে এই অনন্য প্রতিমা। থিমের ভাবনাকে মাথায় রেখেই প্রতিমার প্রতিটি অংশে রাখা হচ্ছে বিশেষ বার্তা। খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হয়েছে থিম তৈরির প্রস্তুতি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুজোয় আধুনিকতার সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যও তুলে ধরা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি থেকে। পুজোর কয়েকদিন জুড়ে থাকছে নানা আকর্ষণ। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে গান, নৃত্য ও আবৃত্তির আসর। পাশাপাশি আয়োজন করা হবে বিভিন্ন সামাজিক কর্মসূচি। পরিবেশ সচেতনতা নিয়ে আলোচনা ও বার্তাও দেওয়া হবে। ক্লাব কর্তৃপক্ষের আশা, এই পুজোর মাধ্যমে মানুষ আরও একবার প্রকৃতির দিকে ফিরে তাকাবেন। উৎসবের আনন্দের মধ্য দিয়েই পৌঁছে যাবে প্রকৃতি রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 09, 2026 3:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja: দিঘার পর্যটকদের জন্য এবার সরস্বতী পুজোয় বড় সারপ্রাইজ! ঝাউবন বাঁচাতে রামনগরে রূপকথার মণ্ডপ








