West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
রাজ্যে ভোটের জন্য এসেছে ৮৪৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আসার পর থেকেই স্পর্শকাতর অতি স্পর্শ কাতর ও সাধারণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় কেন্দ্রীয় বাহিনী আসার পর থেকেই ভোটারদের মনোবল অনেকটাই ফিরে এসেছে বলে জানান সাধারণ মানুষ। কারণ পূর্ব মেদিনীপুর জেলার ময়না রাজনৈতিক হিংসার কারণে খবর শিরোনামে। বিশেষ করে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিনই ছোট বড় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। আর তাতে ভীত সাধারণ ভোটাররা। অবশেষে এলাকায় কেন্দ্র বাহিনীর টহলে তাদের সেই ভয় কাটল।
advertisement
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন
আরও পড়ুন:মলয়ের পথ ধরলেন সায়নী, চিঠিতে উল্লেখ সেই ‘একই কথা’! সকলকে চমকে দিলেন তৃণমূল নেত্রী
৮ জুলাই সকাল থেকে শুরু হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুধু এলাকা পরিদর্শন নয় সাধারণ মানুষের সঙ্গেও তারা কথা বলছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করছে ভোটের দিন নির্ভয়ে ভোট দান কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য। আর এটিই কিছুটা মনোবল ফিরে পাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এরকমই ময়নার কয়েকজন জানান, প্রতিদিন বোমাবাজির ঘটনা ঘটছে, ঘর থেকে বের হতে তারা ভয় পাচ্ছেন। কিন্তু কেন্দ্র বাহিনী আসতেই ভয় অনেকটা কেটেছে তাদের।
Saikat Shee