Saayoni Ghosh: মলয়ের পথ ধরলেন সায়নী, চিঠিতে উল্লেখ সেই 'একই কথা'! সকলকে চমকে দিলেন তৃণমূল নেত্রী
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Saayoni Ghosh: বড় চমক, গলসীতে প্রচার সায়নীর! মলয়ের পথে উপেক্ষা ইডিকে।
আসানসোল, পশ্চিম বর্ধমান : বিগত কয়েকদিন ধরে চলছিল জল্পনা। ভোট প্রচারে দেখা যাচ্ছিল না তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে। তৃণমূলের এই নেত্রীকে ইডির ডাক দেওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানা রকম গুঞ্জন। তবে সমস্ত সমালোচনা এক ধাক্কায় দূরে সরিয়ে, নির্বাচনী প্রচারে অংশ নিলেন সায়নী ঘোষ। হাঁটলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের পথে। জানিয়ে দিলেন নির্বাচন চলছে। তাই এখন তিনি হাজিরা দিতে পারবেন না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ইডিকে চিঠিও দিয়েছেন। প্রকাশ্য জনসভায় এমনটাই জানিয়েছেন সায়নী।
এদিন, গলসী ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করেছেন সায়নী ঘোষ। ভোট প্রচারের জন্য হাতে রয়েছে আর মাত্র একদিন
তার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে এই প্রচার চমকে দিয়েছে মানুষকে কারণ রাজনৈতিক মহলের গুঞ্জন উঠেছিল সম্ভবত এই পঞ্চায়েত নির্বাচনে আর প্রচার করতে দেখা যাবে না তৃণমূলের যুব নেত্রীকে। এদিন প্রচার করতে আসা সায়নী ঘোষের দিকেই নজর ছিল সকলের। তিনি প্রচার করেছেন, ভোটদানের আবেদন জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষের কাছে আওয়াজ তুলেছেন। আর সেখান থেকে জানিয়েছেন ভোটের জন্য ইডির ডাকে সাড়া না দেওয়ার কথা।
advertisement
advertisement
উল্লেখ্য, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে একটি আর্থিক লেনদেনে উঠে আসে সায়নী ঘোষের নাম। তারপরে ইডির কাছে হাজিরা দেন যুব তৃণমূল নেত্রী। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে তাকে। ফের ইডি ডেকে পাঠিয়েছিল তাঁকে। কিন্তু দ্বিতীয় বার নির্বাচনের অজুহাতে আর হাজিরা দিলেন না সায়নী। এই মর্মে তিনি ইডির দফতরে একটি চিঠিও পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।
advertisement
সায়নী ঘোষের এই মন্তব্যের পর থেকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মলয় ঘটকের পথ অনুসরণ করলেন সায়নী ঘোষ। কারণ মলয় ঘটককেও ইডি ডাক পাঠিয়েছে। তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লির সদর দফতরে। কিন্তু নির্বাচন রয়েছে। এই বিষয়টি জানিয়ে তিনি হাজিরা দেননি। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও তোলা হয়েছে। তবে যেহেতু রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তাই দলের শীর্ষস্থানীয় নেতা হিসেবে মলয় ঘটক ইডি হাজিরা এড়িয়েছেন। এবার সেই নির্বাচনকে হাতিয়ার করেই ইডির হাজিরা এড়ালেন সায়নী। এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুন: ‘পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত ধোয়া তুলসিপাতা..’ অভিষেকের বিস্ফোরক দাবি! যা বললেন, তুঙ্গে শোরগোল
যদিও, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের অন্যান্য নেতাদের যেভাবে দেখা যাচ্ছে, সেই ভাবে দেখা যায়নি জেলা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা মলয় ঘটককে। একইভাবে নির্বাচন প্রচারের তালিকায় নাম থাকা সত্ত্বেও বেশ কয়েকটি প্রচার এড়িয়েছেন সায়নী ঘোষ। কিন্তু একেবারে শেষের দিকে এসে চমক দিয়েছেন তিনি। সায়নী ঘোষের প্রচারে কেন্দ্র করে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস উন্মাদনা তো ছিলই। পাশাপাশি গলসী এলাকার যে সমস্ত জায়গাগুলিতে সায়নী প্রচারের জন্য গিয়েছিলেন, সেখানে সাধারণ মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মত।
advertisement
—- Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 8:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: মলয়ের পথ ধরলেন সায়নী, চিঠিতে উল্লেখ সেই 'একই কথা'! সকলকে চমকে দিলেন তৃণমূল নেত্রী