Mamata Banerjee: আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Mamata Banerjee: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার এসএসকেএম হাসপাতালে।
ওঙ্কার সরকার, কলকাতা: আজ, ৬ জুলাই ফের এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ ১৮ বাংলা-র একান্ত সাক্ষাৎকারেই সেই কথা মঙ্গলবার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সেই জল বার করতেই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন তিনি। এই অস্ত্রোপচার হওয়ার পরে তাঁকে প্রায় ২৪ ঘন্টা পা সোজা রাখতে হবে। তারজন্য তিনি ওই হাসপাতালেই থাকতে পারেন। মুখ্যমন্ত্রী আসার জন্য ইতিমধ্যেই চলেছে কড়া নিরাপত্তার ব্যবস্থার প্রস্তুতি। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হবেন। ওই কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হচ্ছে বলেই সূত্রের খবর।
২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারে জরুরি অবতরণের জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে আসার পর তাঁকে এম আর আই করতে নিয়ে যাওয়া হয়েছিল। এমআরআই-এ দেখা যায়, বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতে জল জমার চিহ্ন রয়েছে। হাসপাতালে সূত্রে খবর মুখ্যমন্ত্রীর, বাঁ হাঁটুর এসিএল( Anterior Cruciate Ligament) -এ জল জমেছে। যদি ওই জল না বের করা হয়, তবে ব্যাথা বাড়বে। আর যদি জল বেড় করে দেওয়া হয় তবে দ্রুত তাঁর যে চোট তা কমে যাবে। তবে ওই জল বাড় করে দেওয়ার পরে প্রায় ২৪ ঘন্টা পা সোজা করে রাখতে হয়। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এই নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত ধোয়া তুলসিপাতা..’ অভিষেকের বিস্ফোরক দাবি! যা বললেন, তুঙ্গে শোরগোল
advertisement
চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেন। তখন, হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর থেকে বাড়িতেই নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি শুরু হয়েছে।
advertisement
প্রতিদিন দু ঘণ্টা করে চলছে ওই থেরাপি। এসএসকেএম থেকে ফিজিওথেরাপিস্ট প্রতিদিন বাড়িতে গিয়ে সেই থেরাপি দিচ্ছেন। চিকিৎসকেরাও তাঁকে কালীঘাটের বাড়িতে গিয়ে পরীক্ষা করছেন। সেই চোট কিছুটা স্থিতিশীল হলে তাঁর অস্ত্রোপচার করা হবে স কথা তিনি জানিয়েছিলেন ভিডিও বার্তায়। সেই মতোই অস্ত্রোপচার করা হবে মুখ্যমন্ত্রীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 8:22 AM IST