Abhishek Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিষেকের মন্তব্যে ঝড়! বিজেপির দাবিকে পাঠালেন বাউন্ডারির বাইরে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: বুধবার কালনার সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কালনা: নবজোয়ারের পর এবার পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন জেলায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কালনার সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড।
রাজ্যের লাখ লাখ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। সেই প্রকল্প এবারের পঞ্চায়েত ভোটের বড় ইস্যু। কারণ ঠিক ভোটের আগে এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ২০০০ টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্ত প্রকল্প হিসেবে। এবং এই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে কটাক্ষ করে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক।
advertisement
আরও পড়ুন: ‘পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত ধোয়া তুলসিপাতা..’ অভিষেকের বিস্ফোরক দাবি! যা বললেন, তুঙ্গে শোরগোল
এদিন কালনা থেকে ফের অভিষেক লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই কড়া মন্তব্য করেন। তাঁর কথায়, ‘অভিষেক বন্দোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে রোজ বলে বেড়ায়। আপনারা আপনাদের রাজ্যের সরকার যেখানে আছে সেখানে আগে মহিলাদের ১০০০ করে প্রতি মাসে দিন। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভান্ডার আগে দিয়ে দেখান। পরে বড় বড় কথা বলবেন।’
advertisement
advertisement
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, হাইকোর্টে শুভেন্দু! বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা
পঞ্চায়েত ভোটের আগে ফের পরিষেবা পাওয়ার জন্য অভিষেককে সরাসরি জানানোর আর্জি জানান তিনি। অভিষেক বলেন, ‘পরিষেবা পেতে অসুবিধা হলেই আমাকে ফোন করবেন। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে আমাকে ফোন করে জানাবেন৷ সকাল ৯’টা থেকে ফোন করে জানাবেন৷’
আবীর ঘোষাল
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 8:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিষেকের মন্তব্যে ঝড়! বিজেপির দাবিকে পাঠালেন বাউন্ডারির বাইরে