TRENDING:

Midnapore News: শীতে দিঘা নয় যান, হরিখালী! পিকনিক করতে গিয়ে শ্যুটিং দেখাও হয়ে যেতে পারে! জানুন

Last Updated:

Midnapore News: দিঘা যাওয়ার পথেই পড়বে হরিখালী! শীতকালে বেড়ানোর দারুণ জায়গা! এখানে গেলে পছন্দের সিনেমা বা সিরিয়ালের নায়ক নায়িকার দেখাও মিলতে পারে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহিষাদল: সামনেই শীতকাল। আর শীতকাল মানেই পিকনিক। পিকনিকের জন্য মানুষজন সাধারণত নদী তীরবর্তী অঞ্চল বেছে নেয়। পূর্ব মেদিনীপুর জেলা নদ নদী দ্বারা বেষ্টিত। মেদিনীপুর জেলায় তাই নদীর তীরবর্তী অঞ্চল গুলি পিকনিক মুরশুমে পিকনিকে আসা মানুষজনে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা বেশিরভাগ পিকনিক স্পটগুলোতে কার্যত এক ঘেয়েমি ধরে গেছে মানুষের। তাই পিকনিকে যারা নদীর তীরবর্তী নতুন পিকনিক স্পট খুঁজছেন তাদের জন্য রইল হরিখালী পিকনিক স্পট।
advertisement

মহিষাদল ব্লকের অন্তর্গত হরিখালী হলদি নদীর তীরে অবস্থিত। শীতের দুপুরে নদী তীরবর্তী ফাঁকা জায়গায় পিকনিকে মেতে ওঠে বহু মানুষ। জেলার পিকনিক স্পট হিসেবে যে ক'টি নাম পাওয়া যায় তাতে মানুষের একঘেয়েমির কারণ হয়ে উঠেছে। পিকনিক স্পটের একঘেয়েমি কাটাতে হলদি নদী তীরবর্তী অঞ্চল হরিখালী নতুন রূপ মেলে ধরেছে। হরিখালীর ইতিহাস ঘাটলে জানা যায় এক কালে নদী তীরবর্তী এই জায়গায় বড় রাইস মিল ও বাজার বসত। নদী তীরবর্তী সেই বাজারের ধ্বংসাবশেষ বা রাইস মিলের ধ্বংসাবশেষ বর্তমানে চোখে পড়ে। স্থানীয় জমিদার বসন্ত মণ্ডলের জমিদারির এলাকা। এখনও প্রাচীন কৃষ্ণ মন্দির শিবের মন্দির ও দুর্গা মণ্ডপ জানান দেয় তার প্রাচীন ঐতিহ্য।

advertisement

হরিখালীর গুগল লোকেশন:

হরিখালীর গুগল লোকেশন

View More

হলদি নদীর তীরে পুরনো আমলের ঘরবাড়ি মন্দির সব মিলিয়ে যেন অপার সৌন্দর্যের অধিকারী। এখানে একসময় বাংলা ছায়া ছবির শুটিংয়ের জন্য এসেছিলেন প্রয়াত অভিনেতা তাপস পাল, অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও অঞ্জু ঘোষ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, 'প্রান সজনী' সিনেমার শুটিং হয়েছিল এই হরিখালীতে। এছাড়াও অনেক ধারাবাহিকের শুটিং হয়েছে এই হরিখালীতে। সব মিলিয়ে হরিখালী পিকনিক স্পট হিসেবে জেলার মানুষের কাছে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। নন্দকুমার - দিঘা ১১৬ বি জাতীয় সড়কের নরঘাট ব্রিজের আগে ডানদিকে দু'কিলোমিটারের মধ্যে হরিখালী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: শীতে দিঘা নয় যান, হরিখালী! পিকনিক করতে গিয়ে শ্যুটিং দেখাও হয়ে যেতে পারে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল