মহিষাদল ব্লকের অন্তর্গত হরিখালী হলদি নদীর তীরে অবস্থিত। শীতের দুপুরে নদী তীরবর্তী ফাঁকা জায়গায় পিকনিকে মেতে ওঠে বহু মানুষ। জেলার পিকনিক স্পট হিসেবে যে ক'টি নাম পাওয়া যায় তাতে মানুষের একঘেয়েমির কারণ হয়ে উঠেছে। পিকনিক স্পটের একঘেয়েমি কাটাতে হলদি নদী তীরবর্তী অঞ্চল হরিখালী নতুন রূপ মেলে ধরেছে। হরিখালীর ইতিহাস ঘাটলে জানা যায় এক কালে নদী তীরবর্তী এই জায়গায় বড় রাইস মিল ও বাজার বসত। নদী তীরবর্তী সেই বাজারের ধ্বংসাবশেষ বা রাইস মিলের ধ্বংসাবশেষ বর্তমানে চোখে পড়ে। স্থানীয় জমিদার বসন্ত মণ্ডলের জমিদারির এলাকা। এখনও প্রাচীন কৃষ্ণ মন্দির শিবের মন্দির ও দুর্গা মণ্ডপ জানান দেয় তার প্রাচীন ঐতিহ্য।
advertisement
হরিখালীর গুগল লোকেশন:
হলদি নদীর তীরে পুরনো আমলের ঘরবাড়ি মন্দির সব মিলিয়ে যেন অপার সৌন্দর্যের অধিকারী। এখানে একসময় বাংলা ছায়া ছবির শুটিংয়ের জন্য এসেছিলেন প্রয়াত অভিনেতা তাপস পাল, অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও অঞ্জু ঘোষ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, 'প্রান সজনী' সিনেমার শুটিং হয়েছিল এই হরিখালীতে। এছাড়াও অনেক ধারাবাহিকের শুটিং হয়েছে এই হরিখালীতে। সব মিলিয়ে হরিখালী পিকনিক স্পট হিসেবে জেলার মানুষের কাছে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। নন্দকুমার - দিঘা ১১৬ বি জাতীয় সড়কের নরঘাট ব্রিজের আগে ডানদিকে দু'কিলোমিটারের মধ্যে হরিখালী।
Saikat Shee