পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকে বিজেপিতে বড় ভাঙ্গন ধরালো তৃণমূল, শুরু রাজনৈতিক তর্জা। সামনেই ভোট দলবদলও করছেন নেতারা। যা নিয়ে জেলার রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর সক্রিয় পূর্ব রেল, আসছে একাধিক বদল! কী কী জানুন
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করতেই সবার তত্পরতা শুরু হয়েছে। তার মধ্যেই এমন ভাঙন নীচুতলায় বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু দল ছাড়া নয়, বিজেপি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে শতাধিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
advertisement
এগরার কসবাগোলাতে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি। তবে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা ও হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলা বিজেপির পর্যবেক্ষক অরুপ দাশ, এই যোগদান শুধুমাত্র প্রহসন বলে আখ্যা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: অনুব্রত নেই…! পঞ্চায়েতের আগে যা ঘটল বীরভূম তৃণমূলে! তোলপাড় পড়ে গেল শাসকদলে
তিনি দাবি করেন নিজেদের দলের লোককে ঝান্ডা ধরিয়ে বলছে বিজেপির লোক তৃণমূলে যোগদান করেছে। পশ্চিমবঙ্গের চোর সরকারকে উৎখাত করার জন্য মানুষ সংঘবদ্ধ হচ্ছে। পক্ষে-বিপক্ষে শাসক ও বিরোধী দলের নেতারা যে যুক্তি দেখান না কেন, সময়ই বলবে এই দলত্যাগ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে।
সৈকত শী