Indian Railway: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর সক্রিয় পূর্ব রেল, আসছে একাধিক বদল! কী কী জানুন

Last Updated:

Indian Railway: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নয়া পদক্ষেপ পূর্ব রেলের তরফে। এখন তদন্তকারীদের নজরে ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের রিলে রুম। এই আবহে রিলে রুমে ডিজিটাল তালা বসাচ্ছে পূর্ব রেল।

করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর সক্রিয় পূর্ব রেল
করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর সক্রিয় পূর্ব রেল
হুগলি: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নয়া পদক্ষেপ পূর্ব রেলের পক্ষ থেকে। এখন তদন্তকারীদের নজরে ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের রিলে রুম। রেল বিশেষজ্ঞরা বলছেন, ‘সিগন্যাল ও পয়েন্ট সেটের ক্ষেত্রে রিলে রুমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এখান থেকে সিগন্য়াল এবং পয়েন্টের সমন্বয় ছিন্ন করা সম্ভব। এই আবহে রিলে রুমে ডিজিটাল তালা বসাচ্ছে পূর্ব রেল। কাজ শুরু হয় হুগলির ডানকুনি স্টেশন দিয়ে।
পূর্ব রেল সূত্রে খবর, এই ডিজিটাল লক লাগানোর মধ্যে দিয়ে রুট রিলে ইন্টারলকিং রুমের সমস্ত তথ্য নখদর্পণে থাকবে পূর্ব রেলের। ডিজিটাল তালাটি খোলা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। যাঁদের কাছে বৈধ অনুমতি থাকবে, তাঁরাই শুধু ওই ঘরে ঢুকতে পারবেন। তার জন্য লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড ও ওটিপি। রুট রিলে রুম খোলার পর থেকে সমস্ত তথ্য রেকর্ড হবে ডিজিটাল তালার সংশ্লিষ্ট অ্যাপে। এবং কেউ রিলে রুম খুললে, বাকিদের কাছে চলে যাবে সেই সংক্রান্ত এসএমএস। ফলে সবাই জানতে পারবেন, কখন কে রিলে রুম খুলেছেন। তবে কোনও কারণে ভিতরে যান্ত্রিক ত্রুটি হলে বা আগুন লাগলে, নিজে থেকে খুলে যাবে রিলে রুমের দরজা।
advertisement
advertisement
করমণ্ডল ও যশোবন্তপুর এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই একটি বিষয় প্রায় স্পষ্ট হয়ে গেছে, ঘটনার নেপথ্যে রয়েছে সিগন্যালিং পোয়েন্টের গন্ডগোল। মেন লাইন ধরে যাওয়ার জন্য করমণ্ডলকে সবুজ সিগন্য়াল দেওয়া ছিল। কিন্তু, পয়েন্ট দেওয়া ছিল লুপ লাইনে। কিন্তু সিগন্যাল ও পয়েন্টের সমন্বয় ছিন্ন হল কী করে! যান্ত্রিক ত্রুটি না কী অন্য কোনও বিষয়, এই সব প্রশ্ন ঘিরেই নজরে এখন রিলে রুমের নিরাপত্তা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Indian Railway: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর সক্রিয় পূর্ব রেল, আসছে একাধিক বদল! কী কী জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement