আরও পড়ুন - লটারিতে উঠল কোটি টাকা, সোজা থানায় ছুটলেন ফেরিওয়ালা!
আরও পড়ুন - ৬০ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর পিকনিকের নাম করে ডেকে বন্ধুকে ধারালো অস্ত্রের কোপ!
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা বিগত কয়েক বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভালো ফল করার ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২২ এর মাধ্যমিক পরীক্ষায় তার ব্যতিক্রম হল না। এবারেও মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলা সাফল্যের হারে অন্যান্য জেলা কে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে। ২০২২ এর মাধ্যমিকের পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীদের সফলতার হার ৯৭.৬৩ শতাংশ। শুধু তাই নয় এই জেলার ১৬ জন কৃতি ছাত্র-ছাত্রী মেধাতালিকায় স্থান লাভ করেছে। এদিন ওই ১৬ জন কৃতী ছাত্র-ছাত্রীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর আঞ্চলিক এর পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাঘরে সম্বর্ধনা জানানো হয়। এই সম্বর্ধনা সভায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি জানান, 'পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা বা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহী। তাই এই জেলা বারবার সফল হচ্ছে।'
advertisement
Saikat Shee