TRENDING:

East Medinipur News:  জেলাশাসক কার্যালয়ে মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

Last Updated:

নিমতৌড়িতে জেলা প্রশাসনের মিটিং হল ঘরে মাধ্যমিকের রাজ্যে প্রথম দশে থাকা এই জেলার মোট ১৬ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেলের পক্ষ থেকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক, পূর্ব মেদিনীপুর: ৮ জুন বুধবার নিমতৌড়িতে জেলা প্রশাসনের মিটিং হল ঘরে মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে থাকা এই জেলার মোট ১৬ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেলের পক্ষ থেকে। ব্যাংকের পক্ষ থেকে তাদের হাতে স্মারক, সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর জেলার সার্কেল হেড রঞ্জিত সিং সহ অন্য বিশিষ্ট জনেরা। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহী করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। রঞ্জিত সিং বলেন, 'পূর্ব মেদিনীপুর জেলার 16 জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে পেরে খুশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।'
advertisement

আরও পড়ুন - লটারিতে উঠল কোটি টাকা, সোজা থানায় ছুটলেন ফেরিওয়ালা!

আরও পড়ুন - ৬০ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর পিকনিকের নাম করে ডেকে বন্ধুকে ধারালো অস্ত্রের কোপ!

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা বিগত কয়েক বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভালো ফল করার ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২২ এর মাধ্যমিক পরীক্ষায় তার ব্যতিক্রম হল না। এবারেও মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলা সাফল্যের হারে অন্যান্য জেলা কে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে। ২০২২ এর মাধ্যমিকের পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীদের সফলতার হার ৯৭.৬৩ শতাংশ। শুধু তাই নয় এই জেলার ১৬ জন কৃতি ছাত্র-ছাত্রী মেধাতালিকায় স্থান লাভ করেছে। এদিন ওই ১৬ জন কৃতী ছাত্র-ছাত্রীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর আঞ্চলিক এর পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাঘরে সম্বর্ধনা জানানো হয়। এই সম্বর্ধনা সভায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি জানান, 'পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা বা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহী। তাই এই জেলা বারবার সফল হচ্ছে।'

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News:  জেলাশাসক কার্যালয়ে মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল