Birbhum: লটারিতে উঠল কোটি টাকা, সোজা থানায় ছুটলেন ফেরিওয়ালা!

Last Updated:

একসময় লটারির টিকিট কাটা নিয়ে হামেশাই বাড়িতে অশান্তি লেগে থাকত। তবে রামপুরহাটের রহমত জেদ ধরে বসেছিলেন, যতদিন না মোটা অংকের টাকা লাগবে তত দিন তিনি ছাড়বেন না।

বীরভূম : একসময় লটারির টিকিট কাটা নিয়ে হামেশাই বাড়িতে অশান্তি লেগে থাকত। তবে রামপুরহাটের রহমত জেদ ধরে বসেছিলেন, যতদিন না মোটা অংকের টাকা লাগবে তত দিন তিনি ছাড়বেন না। অবশেষে রহমতের কপাল খুলল বুধবার। মাত্র ৩০ টাকার টিকিট উঠে এল কোটি টাকা। সেই কোটি টাকা উঠে আসতেই সোজা থানায় ছুটলেন রহমান ও তার স্ত্রী তাঁজিনা। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কাস্টগড়া গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি তার তিন কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে বসবাস করেন। পেশায় তিনি একজন ভাংড়ি ফেরিওয়ালা অর্থাৎ ভাঙাচোরা জিনিসপত্র গ্রামে গ্রামে ঘুরে কিনে নিয়ে আসেন এবং তা বিক্রি করে যা রোজগার করেন তা থেকেই চলে তার সংসার। এবার এই লটারির টিকিটে কোটি টাকা পুরস্কার উঠে আসায় রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন তিনি।
রহমত শেখের স্ত্রী তাঁজিনা বিবি জানিয়েছেন, \"১৯ বছর ধরে লটারি টিকিট কাটতেন রহমত। লটারির টিকিট কাটা নিয়ে বাড়িতে বহুবার অশান্তি হয়েছে। বারংবার ওই টাকা জমা করার জন্য বলতাম। কিন্তু কোনমতেই শুনত না। জেদ ধরে বসে থাকতো যতদিন না মোটা অংকের টাকা পাবেন ততদিন টিকিট কাটা ছাড়বেন না।\" তবে এবার কোটি টাকার পুরস্কার পাওয়ার পর তাঁজিনা বিবি বেজায় খুশি।
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর পিকনিকের নাম করে ডেকে বন্ধুকে ধারালো অস্ত্রের কোপ!
জানা যাচ্ছে, রহমত শেখ বুধবার স্থানীয় একটি টিকিটের দোকান থেকে ছয় টাকা দামের পাঁচ সেম অর্থাৎ ৩০ টাকা দামের টিকিট কেনেন। এরপর সেই টিকিটের খেলা হওয়ার পর ফলাফল বের হতেই ওই টিকিটের দোকান থেকে ফোন আসে। তার টিকিটের নম্বর জানতে চাওয়া হয়। টিকিটের নম্বর জানানোর পর জানানো হয়, কোটি টাকার পুরস্কার লেগেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দক্ষ দর্জির
রহমত শেখ জানান, \"আমার তিন মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছি খুব কষ্ট করে। এই টাকা পাওয়ার পর বাকি দুই মেয়ের ভালো করে বিয়ে দেব। এছাড়াও আমার কোনও বাড়িঘর নেই। এই টাকা দিয়ে নিজের মতো করে বাড়িঘর তৈরি করব।\" তবে তিনি তার নেশা অর্থাৎ লটারির টিকিট কাটা ছাড়বেন কিনা তা জানাননি!
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: লটারিতে উঠল কোটি টাকা, সোজা থানায় ছুটলেন ফেরিওয়ালা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement