Birbhum: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দক্ষ দর্জির

Last Updated:

২৫ বছর ধরে জামা কাপড় সেলাই এবং জামা কাপড় আয়রন করার পেশায় যুক্ত বীরভূমের দুবরাজপুর মীর নুরুদ্দিন (৬২)। প্রতিদিনের মত বুধবারও সকালবেলায় বাড়ি থেকে বের হন এবং দোকান খোলার আগে পাশের দোকানে চা খান।

বীরভূম : ২৫ বছর ধরে জামা কাপড় সেলাই এবং জামা কাপড় আয়রন করার পেশায় যুক্ত বীরভূমের দুবরাজপুর মীর নুরুদ্দিন (৬২)। প্রতিদিনের মত বুধবারও সকালবেলায় বাড়ি থেকে বের হন এবং দোকান খোলার আগে পাশের দোকানে চা খান। কিন্তু তারপরেই ঘটে যায় অঘটন। জামা কাপড় আয়রন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। মৃত ওই দর্জি মীর নূরুদ্দিনের বাড়ি বীরভূমের দুবরাজপুর পৌরসভার দু'নম্বর ওয়ার্ডে। দুবরাজপুর পৌরসভারই আশ্রম মোড়ে তার নিজস্ব দর্জির দোকান রয়েছে। প্রতিদিনের মতো সাতসকালে এদিন তিনি দোকান খোলেন এবং তারপর বৈদ্যুতিক আয়রন দিয়ে জামা কাপড় আয়রন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল বেলায় হঠাৎ তাকে দোকানের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। তারপর দেখা যায় তার হাতের অংশ পুড়ে গিয়েছে। পাশেই রয়েছে বৈদ্যুতিক আয়রন এবং সেটি গরম। তড়িঘড়ি সেই বৈদ্যুতিক আয়রনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় এবং তাকে উদ্ধার করা হয়।
পরে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, বৈদ্যুতিক আয়রন দিয়ে জামা কাপড় আয়রন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমন ঘটনা ঘটেছে।
advertisement
advertisement
২৫ বছর ধরে এলাকায় দক্ষ দর্জি হিসাবে তাঁর সুনাম রয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েও তারা বিস্মিত এবং শোকাহত। মৃত নুরুদ্দিনের সম্পর্কে ভাই শেখ মুস্তাকিম জানিয়েছেন, \"প্রথমে আমরা খবর পাই দোকানের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দাদা।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে চলল বুলডোজার ! বোলপুরে ভয়াবহ কাণ্ড
তড়িঘড়ি সেখানে গিয়ে দেখতে পায় পুলিশ ততক্ষণে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দাদাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।\" অন্যদিকে মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দক্ষ দর্জির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement