Bangla News : রাতের অন্ধকারে চলল বুলডোজার ! বোলপুরে ভয়াবহ কাণ্ড

Last Updated:

Bangla News : রাতের অন্ধকারে এসব কী চলল বোলপুরে? জানুন

+
বোলপুর

বোলপুর

#বীরভূম : রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে বোলপুরে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ। বোলপুর চৌরাস্তা মোড়ের কাছে রাস্তার ধারে থাকা বিভিন্ন দোকানপাট, যারা পৌরসভার অনুমতি ছাড়াই অবৈধভাবে নির্মাণ কার্য করেছিলেন তাদের নির্মাণ ভেঙে দেওয়া হয়। তবে এই নির্মাণকার্য ভাঙাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।
স্থানীয় দোকানদারদের প্রশ্ন কেন বোলপুর পৌরসভা রাতের অন্ধকারে বুলডোজার চালাল? তাদের দাবি, এর আগেও বহুবার উচ্ছেদ হয়েছে কিন্তু কোন বার এইভাবে রাতের অন্ধকারে বুলডোজার চালাতে দেখা যায়নি। এমনকি তাদের দাবি আগে কোনরকম মাইকিং অথবা আগে থেকে জানানো হয়নি। হঠাৎ দোকান বন্ধ করে দেওয়ার পর রাতে বুলডোজার চালিয়ে ভেঙ্গে দেওয়া হয় দোকানের বাইরে থাকা ছাউনি সহ নির্মাণ। এর পাশাপাশি স্থানীয় দোকানদার যাদের দোকানের বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয় তাদের তরফ স্পষ্ট জানানো হয়, প্রত্যেকের ক্ষেত্রে আইন সমান। যদি এই সকল নির্মাণ অবৈধ হয়ে থাকে তা আইন অনুযায়ী পৌরসভা ভাঙতেই পারে। কিন্তু এমনটা হতে পারে না কোন একজন দোকানদার বুক ফুলিয়ে রাস্তার উপর ব্যবসা করবেন আর বাকি অন্যজন করতে পারবেন না। পৌরসভাকে এই নিয়ে সচেতন হতে হবে। আইন সবার জন্য সমান করতে হবে।
advertisement
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, রাতের অন্ধকারে অথবা চুপিসারে এমন করা হয়েছে এটা নয়। দিনের-পর-দিন মাইকিং করে প্রত্যেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়। তারপরেই উচ্ছেদ করার চিন্তাভাবনা হয়। তাদের লক্ষ্য হল বোলপুর শহরের যানজট মুক্ত রাখা। পাশাপাশি তাদের তরফ থেকে আরও জানানো হয়, বোলপুরে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ছোট হয়ে গিয়েছে। এই সকল রাস্তা ছোট হয়ে যাওয়ার মূল কারণ হল দোকানদারদের বাড়তি হুড। এগুলি খুলে নেওয়ার জন্য বারংবার জানান হয়েছে। কারণ এই পরিস্থিতির জন্য বাইরে থেকে আসা পর্যটক থেকে শুরু করে গ্রামবাংলা থেকে আসা মানুষদের খুব অসুবিধায় পড়তে হয়। এই জন্য আমরা প্রতিদিনই সকাল-বিকাল অথবা সন্ধ্যায় কোনো না কোনো সময়ে মাইকিং করে থাকি। মাইকিং করা হয়নি অথবা উচ্ছেদের বিষয়ে বলা হয়নি এমনটা ভুল।
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Bangla News : রাতের অন্ধকারে চলল বুলডোজার ! বোলপুরে ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement