মূলত, রেলওয়ে পর্যটনকে আরও কিভাবে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন রেলকর্তারা। এক্ষেত্রে স্পেশাল এই টুরিস্ট ট্রেন উত্তর ভারত সঙ্গে মাতা বৈষ্ণদেবী দর্শন। উত্তর ভারত সঙ্গে মাতা বৈষ্ণদেবী দর্শন ট্রেনটি ১১ অগাস্ট রাত থেকে ১১ দিনের জন্য ভ্রমণের তারিখ ধার্য করা হয়েছে। এই ট্রেনটি জেলা তীর্থস্থান ভ্রমণকারী মানুষজনদের জন্য অত্যন্ত ভাল উদ্যোগ। কারণ পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা স্টেশনে এই ট্রেনটির বোর্ডিং-এর সুবিধা রাখা হয়েছে। ফলে উপকৃত হবে জেলার ভ্রমণ প্রিয় মানুষজন।
advertisement
আরও পড়ুন: রোজ ৬০০ থেকে ৭০০ পিস বিক্রি! এই ফিস চপ দেখলেই জমছে ভিড়! কারণ জানলে চমকে যাবেন!
আরও পড়ুন:
বৈষ্ণদেবী সহ উত্তর ভারত ভ্রমণের ক্ষেত্রে স্পেশাল এই টুরিস্ট ট্রেনটি ১১ অগাস্ট সকাল দশটায় কলকাতা স্টেশন থেকে ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, টাটানগর, পুরুলিয়া রাচি হয়ে হরিদ্বার, ঋষিকেশ, মাতা বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াগা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবে। এভাবেই ভারতবর্ষের দীর্ঘ পথ পরিক্রমা, যাবতীয় খাবার ও হোটেল খরচ সহ ভ্রমণের ক্ষেত্রে দর্শনার্থীদের মাথাপিছু ট্রেনের বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে। বৈষ্ণোদেবীর মন্দিরের এই ট্যুরটি তীর্থক্ষেত্র দর্শনের জন্য সেক্ষেত্রে সম্পূর্ণ নিরামিষ আহারের বন্দোবস্ত করা হয়েছে।
Saikat Shee