Viral Food: রোজ ৬০০ থেকে ৭০০ পিস বিক্রি! এই ফিস চপ দেখলেই জমছে ভিড়! কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:

Viral Food: হাওড়ার বিখ্যাত ফিস চপ ! খেতে হামলে পড়ছে লোক! জানুন আসল কারণ

+
title=

হাওড়া: হাওড়ার বিখ্যাত ফিস চপ। মাত্র ১০ টাকায় ! শুনতে অবাক মনে হলেও, একদম সত্যি। বর্তমান চড়া মূল্যের বাজারে যেখানে আলুর চপ সিঙাড়া দাম ৮-১০ টাকা। সেখানে মাছের এই আইটেম মানুষ লুফে নিয়েছে বলা চলে। তবে এই মাছের চপ বেসন দিয়ে ভাজা হয় না। ভাজা হয় ডিমের সাদা অংশ ও কর্ন ফ্লাওয়ারের মিশ্রিত ব্যাটারে ডুবিয়ে। ফলে অনেকটাই ফিস কবিরাজির মতো মুচমুচে খেতে হয়। স্থানীয় মানুষজন এটাকে ফিস কবিরাজিই বলেন। অবসর সময় কিংবা চলতি পথে দু -একখানা মাছের চপ খেয়ে যাবার অভ্যাস বহু মানুষের।
সুস্বাদু গরম ফিস চপ আর সঙ্গে সস। যার অন্য কোনও জুড়ি নেই। সেই স্বাদ পেতেই ক্রেতারা ছুটে আসেন দূর দূরান্ত থেকে। দুপুরে রোদ একটু নামলেই কড়াইতে ছাড়তে শুরু হয় কবিরাজির মতো এই মাছের চপ। কড়াই থেকে তুলতে না তুলতে হাজির হয় ক্রেতা। ছুটির দিনে দম ফেলার সময় পর্যন্ত মেলে না। গ্রামীন এলাকায় রাজ্য সড়ক লাগোয়া এই দোকান চোখে পড়বে ফটিকগাছি থেকে মুন্সিরহাট যেতে। এই ব্যস্ততম দোকান সামাল দিচ্ছেন বাবা মা ও ছেলে। ক্রেতাদের সঙ্গে আলাপচারিতা মুখের কথার আপ্যায়নে, যেন আরও বেশি করে খরিদ্দার আসেন।
advertisement
advertisement
আরও পড়ুন: 
বিক্রেতা সুপ্রিয় জানায়, গত প্রায় ১৪-১৫ বছর আগে চপ সিঙাড়া সহ নানা রকম তেলে ভাজার সঙ্গে ফিস চপ দোকানে ভাজা শুরু হয়েছিল। তখন ৫০ – ১০০ পিস বিক্রি হত প্রতিদিন। এই কয়েক বছরে সব তেলে ভাজার চাহিদা বেড়েছে। বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন। বর্তমানে ৪০০ – ৫০০ পিস বিক্রি হয় সপ্তাহের কাজের দিনে। ছুটির দিনে বেড়ে ৬০০ – ৭০০ পিস এবং কয়েকশত চপ সিঙাড়া সহ নানা তেলে ভাজা। জানা যায়, শুরুতে সাড়ে তিন টাকা দামে বিক্রি হত। বাড়তে বাড়তে দশ টাকা এসে পৌঁছেছে। গত প্রায় পাঁচ বছর একই দাম ১০ টাকা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতা। ৮-৮০ সকলের পছন্দের এই ফিস কবিরাজির মতো তৈরি ফিস চপ। ক্রেতা করুণা মণ্ডল জানান, ইচ্ছে হলেই ফিস চপ খেতে চলে আসা। পাঁচ বছরের মেয়ে তারও খুব পছন্দের। একটু দূর হলেও সুযোগ পেলেই চলে আসি খাঁদার ঘাটে সুপ্রিয়র চপের দোকানে।
advertisement
RAKESH MAITY
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Viral Food: রোজ ৬০০ থেকে ৭০০ পিস বিক্রি! এই ফিস চপ দেখলেই জমছে ভিড়! কারণ জানলে চমকে যাবেন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement