Knowledge Story-Snake: সাপ কেন খোলস ছাড়ে? সাপ কীভাবে যৌনক্রিয়া করে? একটা সাপ কত বছর বাঁচে? উত্তর জানলে চমকে যাবেন!

Last Updated:
Knowledge Story-Snake: সাপ নিয়ে এই সব তথ্য জানেন? জেনেনিন সাপের জীবনের সব খুঁটিনাটি বিষয়!
1/8
সাপ নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন থাকে। প্রথমত সাপ কীভাবে যৌন ক্রিয়া করে। দ্বিতীয়ত সাপ কেন খোলস ত্যাগ করে? তৃত্বীয়ত সাপ কী ডিম পারে না বাচ্চা? চতুর্থ কোন সাপ বিষাক্ত? পঞ্চম, সাপ কত দিন বাঁচে? ষষ্ঠ, কোন সাপ কামড়ায়? কত প্রকার সাপ আছে। এমন সব প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হবেন।
সাপ নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন থাকে। প্রথমত সাপ কীভাবে যৌন ক্রিয়া করে। দ্বিতীয়ত সাপ কেন খোলস ত্যাগ করে? তৃত্বীয়ত সাপ কী ডিম পারে না বাচ্চা? চতুর্থ কোন সাপ বিষাক্ত? পঞ্চম, সাপ কত দিন বাঁচে? ষষ্ঠ, কোন সাপ কামড়ায়? কত প্রকার সাপ আছে। এমন সব প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হবেন।
advertisement
2/8
প্রথমত সাপ কীভাবে যৌনক্রিয়া করে? এই প্রশ্নের উত্তর হল, পুরুষ সাপ একটু তাড়াতাড়ি বেড়ে ওঠে। সেই তুলনায় স্ত্রী সাপের বাড়তে সময় লাগে। সাপ সাধারণত ডিম পারার মতো প্রাপ্তবয়স্ক হলে যৌনক্রিয়া করে। আমরা যাকে বলি সাপের শঙ্খ ধরা। আসলে সে সময় দুটি সাপ যৌন মিলনে মিলিত হয়। photo source collected
প্রথমত সাপ কীভাবে যৌনক্রিয়া করে? এই প্রশ্নের উত্তর হল, পুরুষ সাপ একটু তাড়াতাড়ি বেড়ে ওঠে। সেই তুলনায় স্ত্রী সাপের বাড়তে সময় লাগে। সাপ সাধারণত ডিম পারার মতো প্রাপ্তবয়স্ক হলে যৌনক্রিয়া করে। আমরা যাকে বলি সাপের শঙ্খ ধরা। আসলে সে সময় দুটি সাপ যৌন মিলনে মিলিত হয়। photo source collected
advertisement
3/8
সাপ কেন খোলস ছাড়ে? প্রথমত বাচ্চা সাপেরা বছরে চার বার খোলস ছাড়ে। বড় সাপেরা বছরে দু'বার খোলস ছাড়ে। কারণ সুস্থ জীবন পেতে খোলস ত্যাগ করাটা সাপেদের জন্য জরুরি। তাছাড়া সাপের স্কিন সেল তাদের বয়সের সঙ্গে সমান তালে বাড়ে না। সেই জন্যই খোসল ছাড়ে সাপ। photo source collected
সাপ কেন খোলস ছাড়ে? প্রথমত বাচ্চা সাপেরা বছরে চার বার খোলস ছাড়ে। বড় সাপেরা বছরে দু'বার খোলস ছাড়ে। কারণ সুস্থ জীবন পেতে খোলস ত্যাগ করাটা সাপেদের জন্য জরুরি। তাছাড়া সাপের স্কিন সেল তাদের বয়সের সঙ্গে সমান তালে বাড়ে না। সেই জন্যই খোসল ছাড়ে সাপ। photo source collected
advertisement
4/8
সাপ কী ডিম পারে না বাচ্চা? সাপ সাধারণত ডিম পারে। এক সঙ্গে ১০ থেকে ১৫টি ডিম পারে। গরমকালেই সাপ ডিম পারে। একবার ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলে মা সাপ বাচ্চাদের ছেড়ে চলে যায়। তবে এমন অনেক প্রজাতির সাপ আছে যাদের শরীরের ভিতরেই ডিম ফাটে। সেই সব সাপ একেবারে বাচ্চার জন্ম দেয়। তবে সি বাচ্চাও ডিম থেকেই হয়। photo source collected
সাপ কী ডিম পারে না বাচ্চা? সাপ সাধারণত ডিম পারে। এক সঙ্গে ১০ থেকে ১৫টি ডিম পারে। গরমকালেই সাপ ডিম পারে। একবার ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলে মা সাপ বাচ্চাদের ছেড়ে চলে যায়। তবে এমন অনেক প্রজাতির সাপ আছে যাদের শরীরের ভিতরেই ডিম ফাটে। সেই সব সাপ একেবারে বাচ্চার জন্ম দেয়। তবে সি বাচ্চাও ডিম থেকেই হয়। photo source collected
advertisement
5/8
কোন সাপ বিষাক্ত? আমাদের গোটা বিশ্বে ২৯০০ প্রজাতির সাপ আছে। তার মধ্যে মাত্র ৬০০ ধরণের সাপ আছে যারা বিষাক্ত। বাকি সব সাপেরই কিন্তু বিষ নেই। তাই অযথা সাপ দেখলেই ভয় পাওয়ার কারণ নেই। photo source collected
কোন সাপ বিষাক্ত? আমাদের গোটা বিশ্বে ২৯০০ প্রজাতির সাপ আছে। তার মধ্যে মাত্র ৬০০ ধরণের সাপ আছে যারা বিষাক্ত। বাকি সব সাপেরই কিন্তু বিষ নেই। তাই অযথা সাপ দেখলেই ভয় পাওয়ার কারণ নেই। photo source collected
advertisement
6/8
সাপ কতদিন বাঁচে? যেহেতু ২৯০০ প্রজাতির সাপ রয়েছে। তারা মরুভূমি, জঙ্গল, জলের নীচে সব জায়গায় থাকতে পারে। সাপ যেকোনও আবহাওয়া মানিয়ে নেয়। সাধারণত সাপের আয়ু ২০ থেকে ৩০ বছর হয়। আবার ৫০ বছরও বাঁচে! বিশেষ কিছু বিষহীন সাপ আছে যারা ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে ওয়াইল্ড সাপের মৃত্যু তাড়াতাড়ি হয়।  সেক্ষেত্রে সাপের গড় আয়ু হয় ২ থেকে ৮ বছর! photo source collected
সাপ কতদিন বাঁচে? যেহেতু ২৯০০ প্রজাতির সাপ রয়েছে। তারা মরুভূমি, জঙ্গল, জলের নীচে সব জায়গায় থাকতে পারে। সাপ যেকোনও আবহাওয়া মানিয়ে নেয়। সাধারণত সাপের আয়ু ২০ থেকে ৩০ বছর হয়। আবার ৫০ বছরও বাঁচে! বিশেষ কিছু বিষহীন সাপ আছে যারা ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে ওয়াইল্ড সাপের মৃত্যু তাড়াতাড়ি হয়।  সেক্ষেত্রে সাপের গড় আয়ু হয় ২ থেকে ৮ বছর! photo source collected
advertisement
7/8
কোন সাপ কামড়ায়? সাপ ভয় না পেলে কখনও কামড়ায় না। অথবা তার শরীরে আঘাত লাগলেই তেড়ে আসে। নয়তো সব সাপ পালাতে চায়। যেহেতু সাপ চোখে দেখে না, তাই ওদের ভয় অনেক বেশি। ভয় পেয়েই কামড়ায়। এভাবে বলা মুশকিল যে কোন সাপ কামড়ায়। বিষাক্ত বা বিষ-হীন যেকোনও সাপই ভয় পেলে কামড়াতে পারে। photo source collected
কোন সাপ কামড়ায়? সাপ ভয় না পেলে কখনও কামড়ায় না। অথবা তার শরীরে আঘাত লাগলেই তেড়ে আসে। নয়তো সব সাপ পালাতে চায়। যেহেতু সাপ চোখে দেখে না, তাই ওদের ভয় অনেক বেশি। ভয় পেয়েই কামড়ায়। এভাবে বলা মুশকিল যে কোন সাপ কামড়ায়। বিষাক্ত বা বিষ-হীন যেকোনও সাপই ভয় পেলে কামড়াতে পারে। photo source collected
advertisement
8/8
 কত প্রকারের সাপ আছে? আগেই বলা হয়েছে ২৯০০ প্রজাতির সাপ আছে। যার মধ্যে ৬০০ প্রজাতির সাপ বিষাক্ত। যেমন কেউটে। সাপ অনেক দিন না খেয়েও বাঁচতে পারে। একটি গবেষণায় সাপের অস্তিত্ব পৃথিবীর আদিকাল থেকেই পাওয়া গেছে। প্রকৃতি এবং বাস্তুতন্ত্রের জন্য সাপ খুব প্রয়োজনীয় একটি প্রাণী!photo source collected
কত প্রকারের সাপ আছে? আগেই বলা হয়েছে ২৯০০ প্রজাতির সাপ আছে। যার মধ্যে ৬০০ প্রজাতির সাপ বিষাক্ত। যেমন কেউটে। সাপ অনেক দিন না খেয়েও বাঁচতে পারে। একটি গবেষণায় সাপের অস্তিত্ব পৃথিবীর আদিকাল থেকেই পাওয়া গেছে। প্রকৃতি এবং বাস্তুতন্ত্রের জন্য সাপ খুব প্রয়োজনীয় একটি প্রাণী!photo source collected
advertisement
advertisement
advertisement