এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার ব়্যাভেনশ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ পতিতাপবন দাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা ডঃ পাপিয়া গুপ্তা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ তপন কুমার দে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ দীপায়ন পট্টনায়ক। অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে ছিলেন চেয়ারপার্সন ডঃ প্রদীপ্ত কুমার মিশ্র, কো-অর্ডিনেটর ডঃ মৃনালকান্তি দে, কনভেনার সৌমেন রায় সহ অন্যান্যরা। সেমিনারে বক্তারা ছাত্র-ছাত্রীদের সামনে কনটেম্পোরারি বা সমসাময়িক চিন্তাভাবনা কীভাবে দর্শন শাস্ত্রকে প্রভাবিত করছে তা নিয়ে বিস্তার আলোচনা করে।
advertisement
আরও পড়ুন: পর্যটকদের সাহায্য করার জন্য জলদাপাড়ায় চালু হল পুলিশ সহায়তা বুথ
যোগদা সৎসঙ্গ পালপাড়া কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মৃণাল কান্তি দে জানান, কলেজের সিলেবাসে কনটেম্পোরারি ভাবধারা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে ছাত্র-ছাত্রীদের অনেক ক্ষেত্রেই অসুবিধা হয়। ছাত্র-ছাত্রীদের সেই অসুবিধা দূর করতেই এই সেমিনার আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চের উদ্যোগে। কনটেম্পোরারি ভাবধারা নিয়ে যারা আলাদাভাবে চিন্তাভাবনা করছে তারা কোন পথে এগোবে তা নিয়ে এই সেমিনারে আলোচনা করা হয়।
সৈকত শী