Alipurduar News: পর্যটকদের সাহায্য করার জন্য জলদাপাড়ায় চালু হল পুলিশ সহায়তা বুথ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বেড়াতে গিয়ে কোথায় থাকবেন বুঝতে পারছেন না বা প্রতারকের খপ্পরে পড়ার দিন শেষ। এবার থেকে জলদাপাড়ায় ঘুরতে গেলে কোথায় থাকবেন, কোথায় যাবেন, আপনার কী করা উচিৎ সবকিছু প্রশাসনের পক্ষ থেকে আপনাকে গাইড করা হবে। এর জন্যই শুক্রবার চালু হল 'পুলিশ সহায়তা বুথ'
আলিপুরদুয়ার: পর্যটকদের সুবিধার জন্য পুলিশ সহায়তা বুথ চালু হল জলদাপাড়ায়। প্রতারকদের হাত থেকে পর্যটকদের বাঁচাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রায় সারা বছর ধরেই জলদাপাড়া জাতীয় উদ্যান ও সংলগ্ন এলাকায় ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা। মাদারিহাটে এবার সেই সমস্ত পর্যটকদের সাহায্যের জন্য পর্যটক সহায়তা পুলিশ বুথের উদ্ভোধন করলেন রাজ্য পুলিশের এডিজি (উত্তরবঙ্গ) অজয় কুমার। মাদারিহাটের জালদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট থানার সামনে ওই বুথটির উদ্বোধন করা হয়। এই বুথ থেকে পুলিশের পক্ষ থেকে পর্যটকদের ঘুরে বেড়ানো, গাড়ির বন্দোবস্ত, থাকার জায়গা ইত্যাদি পর্যটন সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর দেওয়া হবে। চার থেকে পাঁচ জন ভলেন্টিয়ার গাইড হিসেবে থাকবেন এই বুথে।
advertisement
advertisement
আরও জানা গিয়েছে, জলদাপাড়ায় বেড়াতে এসে এখানে থেকে কাছাকাছি যেসব জায়গায় ঘুরতে যাওয়া যায় তার তথ্য, গাড়ি ভাড়া, খাবার ও থাকার হোটেল সংক্রান্ত সব তথ্য দিয়ে সহায়তা করা হবে পর্যটকদের। এই পুলিশ সহায়তা বুথের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। পুলিশের এই উদ্যোগে খুশি মাদারিহাটের পর্যটন ব্যবসায়ীরা।ব্যবসায়ী জওহরলাল সাহা বলেন, সরকারিভাবে এমন উদ্যোগের প্রয়োজন ছিল। অনেক সময় দেখা গিয়েছে পর্যটকরা বিভ্রান্ত হয়ে পড়েন। অনেকে আবার বেড়াতে এসে প্রতারিতো হন। কিন্তু সরকারের তরফ থেকে গাইডরা তাঁদের সাহায্য করলে জলদাপাড়ার পর্যটন আরও সমৃদ্ধ হবে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 4:22 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পর্যটকদের সাহায্য করার জন্য জলদাপাড়ায় চালু হল পুলিশ সহায়তা বুথ