South 24 Parganas News: জীবনসঙ্গীদের হারিয়ে দেখা তাঁদের, থানাতেই চার হাত এক হল দুই সিভিক ভলেন্টিয়ারের

Last Updated:

মথুরাপুর থানায় বসল বিয়ের আসর। দুই সিভিক ভলেন্টিয়ার এর চার হাত এক করে দিলেন পুলিশকর্তারা

+
সিভিক

সিভিক যুগল

দক্ষিণ ২৪ পরগনা: চলার পথে দু'জনেই অকালে জীবনসঙ্গীদের হারিয়েছেন। সেই দুই সিভিক ভলেন্টিয়ারের চার হাত এক করে দিল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা। থানাতেই বসল বিয়ের আসর, বেজে উঠল সানাইয়ের সুর। হাসিমুখে নতুন জীবনে প্রবেশ করলেন সিভিক ভলেন্টিয়ার স্বরূপ প্রামাণিক ও রানু জানা।
স্বরূপ প্রামাণিকের স্ত্রী রোগে ভুগে কয়েক মাস আগে মারা যান। এদিকে রানু জানার স্বামী নিজে একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। কিন্তু তাঁর অকাল মৃত্যুর পর মথুরাপুর থানায় স্বামীর সেই চাকরিটাই পান রানু। এরপর কর্মক্ষেত্রে স্বরূপের সঙ্গে রানুর দেখা হয়। একসঙ্গে রাস্তায় ডিউটি দিতে দিতে, আবার কখনও একসঙ্গে মেলায় নিরাপত্তা রক্ষার ভূমিকা পালন করতে গিয়ে কবে যেন তাঁদের দুটি মন কাছাকাছি চলে আসে। স্বরূপ ও রানুর এই প্রেমের সম্পর্কের কথা জানাজানি হতেই তাঁদের এক করে দেওয়ার উদ্যোগ নেন মথুরাপুর থানার এসআই অনুপ মজুমদার।
advertisement
advertisement
সেই মত মথুরাপুর থানাতেই বসল বিয়ের আসর বরকর্তার ভূমিকায় দেখা গেল খোদ ওসি জাহাঙ্গির আলিকে। তাদের সম্পর্ক স্বীকৃতি পাওয়ায় খুশি স্বরূপ ও রানু দু'জনেই। তাঁরা জানিয়েছেন, জীবনে এমন স্বপ্নের দিন আসবে তা ভাবতে পারেননি। পরিবার ও থানার আধিকারিকদের পাশে পেয়ে খুবই খুশি তাঁরা।
advertisement
এই বিয়ের অনুষ্ঠানে মথুরাপুর থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন। বিয়ে শেষে ছিল পাত পেড়ে খাওয়ার আয়োজন। খাওয়া-দাওয়ার পর তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে সকলেই হাসিমুখে বিদায় নিয়েছেন। যাওয়ার আগে নবদম্পতিকে নতুন পথে চলার জন্য আশীর্বাদ করে গিয়েছেন প্রত্যেক অতিথি।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জীবনসঙ্গীদের হারিয়ে দেখা তাঁদের, থানাতেই চার হাত এক হল দুই সিভিক ভলেন্টিয়ারের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement