হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
জীবনসঙ্গীদের হারিয়ে তাঁদের দেখা, থানাতে এসে লাগল নতুন প্রেমের ছোঁয়া!

South 24 Parganas News: জীবনসঙ্গীদের হারিয়ে দেখা তাঁদের, থানাতেই চার হাত এক হল দুই সিভিক ভলেন্টিয়ারের

X
সিভিক [object Object]

মথুরাপুর থানায় বসল বিয়ের আসর। দুই সিভিক ভলেন্টিয়ার এর চার হাত এক করে দিলেন পুলিশকর্তারা

  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: চলার পথে দু'জনেই অকালে জীবনসঙ্গীদের হারিয়েছেন। সেই দুই সিভিক ভলেন্টিয়ারের চার হাত এক করে দিল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা। থানাতেই বসল বিয়ের আসর, বেজে উঠল সানাইয়ের সুর। হাসিমুখে নতুন জীবনে প্রবেশ করলেন সিভিক ভলেন্টিয়ার স্বরূপ প্রামাণিক ও রানু জানা।

স্বরূপ প্রামাণিকের স্ত্রী রোগে ভুগে কয়েক মাস আগে মারা যান। এদিকে রানু জানার স্বামী নিজে একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। কিন্তু তাঁর অকাল মৃত্যুর পর মথুরাপুর থানায় স্বামীর সেই চাকরিটাই পান রানু। এরপর কর্মক্ষেত্রে স্বরূপের সঙ্গে রানুর দেখা হয়। একসঙ্গে রাস্তায় ডিউটি দিতে দিতে, আবার কখনও একসঙ্গে মেলায় নিরাপত্তা রক্ষার ভূমিকা পালন করতে গিয়ে কবে যেন তাঁদের দুটি মন কাছাকাছি চলে আসে। স্বরূপ ও রানুর এই প্রেমের সম্পর্কের কথা জানাজানি হতেই তাঁদের এক করে দেওয়ার উদ্যোগ নেন মথুরাপুর থানার এসআই অনুপ মজুমদার।

আরও পড়ুন: রাত হ‌ওয়ায় ডিজের সাউন্ড কমানো ছিল মস্ত বড় অপরাধ! পুজো কমিটির মারে মৃত্যু ব্যবসায়ীর, তিনজনকে আটক করল পুলিশ

সেই মত মথুরাপুর থানাতেই বসল বিয়ের আসর বরকর্তার ভূমিকায় দেখা গেল খোদ ওসি জাহাঙ্গির আলিকে। তাদের সম্পর্ক স্বীকৃতি পাওয়ায় খুশি স্বরূপ ও রানু দু'জনেই। তাঁরা জানিয়েছেন, জীবনে এমন স্বপ্নের দিন আসবে তা ভাবতে পারেননি। পরিবার ও থানার আধিকারিকদের পাশে পেয়ে খুবই খুশি তাঁরা।

এই বিয়ের অনুষ্ঠানে মথুরাপুর থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন। বিয়ে শেষে ছিল পাত পেড়ে খাওয়ার আয়োজন। খাওয়া-দাওয়ার পর তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে সকলেই হাসিমুখে বিদায় নিয়েছেন। যাওয়ার আগে নবদম্পতিকে নতুন পথে চলার জন্য আশীর্বাদ করে গিয়েছেন প্রত্যেক অতিথি।

নবাব মল্লিক

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Civic volunteer, Marraige, Mathurapur, Police Station, South 24 Parganas news