TRENDING:

East Medinipur News: তালিকায় নাম একই স্কুলের তিনজনের, স্কুলে ঘণ্টা বাজানোর লোক নেই

Last Updated:

শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। হাইকোর্টের তালিকায় নাম একটি স্কুলের তিনজন গ্রুপ ডি স্টাফের। প্রধান শিক্ষকের চিন্তা আগামী দিনের স্কুলের ঘন্টা বাজানো লোক থাকবে না। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া: শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। হাইকোর্টের তালিকায় নাম একটি স্কুলের তিনজন গ্রুপ ডি স্টাফের। প্রধান শিক্ষকের চিন্তা আগামী দিনের স্কুলের ঘণ্টা বাজানোর লোক থাকবে না। একই স্কুলে গ্রুপ ডি তিন কর্মচারীর ওএম আর শিটের কারচুপির অভিযোগ। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্লকের গোপালনগর বি এল বিদ্যাপীঠে। এই স্কুলেরই তিনজন গ্রুপ ডি স্টাফ নিয়োগ হয়েছিল ২০১৮ সালে। সম্প্রতি শিক্ষা দফতর থেকে হাইকোর্টে জমা দেওয়া তালিকায় এই তিনজনেরই নাম রয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও ওই স্কুলে বিভিন্ন কাজের জন্য আগামীতে লোক পাওয়া যাবে না।
advertisement

আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে

শিক্ষা দফতরে একের পর এক দুর্নীতিতে রাজ্য রাজনীতি উত্তাল। টেট থেকে নবম দশম শ্রেণী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্ট ও সিবিআই-এর আতস কাঁচের তলায় রাজ্যের শিক্ষা দফতর। শুধু শিক্ষক নিয়োগ নয় স্কুলে অশিক্ষক কর্মচারী নিয়োগেও দুর্নীতি ধরা পড়েছে। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে প্রতিটি জেলার ডিআই অফিসে এসেছে অশিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে প্রকাশিত তালিকা। আর সেই তালিকায় নাম রয়েছে পাঁশকুড়ার গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠের তিনজন গ্রুপ ডি স্টাফের। আর এর ফলে আগামীতে স্কুল পরিচালনা করতে চিন্তায় পড়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মাইতি জানান, ' তিনটি ছেলেরই আচার ব্যবহার ভালই এবং কর্ম উদ্যোগী। আগামীতে স্কুল চালানোর সমস্যা হবে।

advertisement

আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন

View More

ওই তিনজন গ্রুপের মধ্যে দুজনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় ও একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুড়চাকলী গ্রামের বাসিন্দা তারক চক্রবর্তীর নাম রয়েছে তালিকায়। ২০১৮ সালে স্কুলে গ্রুপ ডির চাকরিতে গোপালনগর বিহারী লাল বিদ্যাপিঠে যোগ দেন তিনি। তার অভিযোগ তিনি স্বচ্ছ ভাবেই চাকরি পেয়েছিলেন। চাকরির জন্য কোথাও টাকা দেননি। তিনি আরও জানান তার চাকরির জন্য টাকা দেওয়ার মত আর্থিক পরিস্থিতিও ছিল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: তালিকায় নাম একই স্কুলের তিনজনের, স্কুলে ঘণ্টা বাজানোর লোক নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল