TRENDING:

East Medinipur News: দাবি না মানলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে, হুঁশিয়ারি ঠিকাদারদের

Last Updated:

বিদ্যুৎ দফতরের নতুন নিয়মে জেলার ঠিকাদারেরা পাচ্ছে না কাজ। ফলে বেকার হয়ে পড়েছে ঠিকা শ্রমিক। বিদ্যুৎ দফতরে ঠিকাদারদের ডেপুটেশন। দাবি না মানলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে হুঁশিয়ারি ঠিকাদারদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: বিদ্যুৎ দফতরের নতুন নিয়মে জেলার ঠিকাদারেরা পাচ্ছে না কাজ। ফলে বেকার হয়ে পড়েছে ঠিকা শ্রমিক। বিদ্যুৎ দফতরে ঠিকাদারদের ডেপুটেশন। দাবি না মানলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে হুঁশিয়ারি ঠিকাদারদের। ১৭ এপ্রিল সোমবার জেলার ঠিকাদারদের কাজ না দেওয়ায় ঠিকাদাররা বিক্ষোভ আন্দোলন করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা বিদ্যুৎ ভবনে।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ দফতরের যেসব ঠিকাদারেরা রয়েছে তারা সারা বছর ধরে কাজ করে এমন কী যে কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও কাজ করে। সেই সময় দ্রুততার সঙ্গে কাজ করে দিতে হয় এইসব ঠিকাদারদের।

আরও পড়ুন: ১৫ বছরেও হয়নি রাস্তা সংস্কার! ভোট না দেওয়ার হুমকি স্থানীয়দের

advertisement

পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যুৎ স্বাভাবিক রাখতে এইসব ঠিকাদারদের ওপরই নির্ভর করতে হয় বিদ্যুৎ দফতরকে। আরডিএসএস এর টেন্ডার বাতিল করার পাশাপাশি সারা বছর জেলায় ২০০০ এরও বেশি ঠিকাদারদের রুটি-রুজিতে আঘাত করতে চাইছে ডি সি এল এমনটাই অভিযোগ ঠিকাদারদের।

এদিন জেলার বিদ্যুৎ দফতরের ঠিকাদারেরা পুরনো জেলা শাসকের দফতর থেকে মিছিল করে তমলুকের বিদ্যুৎ দফতর বিজলি ভবনে রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর ইউনিটের পক্ষ থেকে বিদ্যুৎ দফতরে ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানালেন ঠিকাদার সংস্থা।

advertisement

আরও পড়ুন: গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে অভিনব রক্তদানের আয়োজন করল নবদ্বীপের যুবক-যুবতীরা

রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা ইউ নিটের সভাপতি কাঞ্চন কুমার মাইতি বলেন, "জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে ঠিকাদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিদ্যুৎ দপ্তরের নতুন নিয়মে জেলার ঠিকাদাররাই বঞ্চিত হচ্ছে। ফলে কাজ হারিয়েছে কয়েক হাজার ঠিকাদার শ্রমিক। অবিলম্বে এই নতুন আর ডিএসএস নিয়ম বন্ধ করতে হবে। তা না হলে আগামী দিনে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে তার দায় বিদ্যুৎ দপ্তর এর কর্তৃপক্ষদের নিতে হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: দাবি না মানলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে, হুঁশিয়ারি ঠিকাদারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল