হোম /খবর /নদিয়া /
গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে অভিনব রক্তদানের আয়োজন করল নবদ্বীপের যুবক-যুবতীরা

Nadia News: গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে অভিনব রক্তদানের আয়োজন করল নবদ্বীপের যুবক-যুবতীরা

X
স্বেচ্ছায় [object Object]

নবদ্বীপের বেশ কিছু যুবক-যুবতীরা মিলে একটি সংগঠন চালায় যার নাম 'ইয়ুথ অফ বেঙ্গল'। সেই সংগঠনের সমস্ত যুবক-যুবতীরা এর আগেও একাধিকবার রক্তদান শিবিরের আয়োজন করেছে। অতিরিক্ত গরমের কারণে, রক্তদান শিবির না করে তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদাতা রক্ত দিয়ে আসবেন।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

নবদ্বীপ: গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে।

সেই কারণে একাধিক জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। শুধু স্বেচ্ছাসেবী সংস্থায়ী নয় বর্তমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার জেলার বিভিন্ন থানায় করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।

আরও পড়ুন: খেলার বদলে 'এই' সব কাজে ব্যবহার করা হচ্ছে খেলার মাঠ! বিক্ষোভ স্থানীয়দের

রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। তবে বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে রক্তদান শিবিরে রক্তদান করতে অনেকেই অনীহা প্রকাশ করেন। তার প্রধান কারণ সূর্যের প্রখর রোদে রক্ত দেওয়ার ফলে অনেকেই অসুস্থ বোধ করেন।

এছাড়াও অতিরিক্ত গরমের কারণে রক্ত সংগ্রহ করে সেটি আদান-প্রদান করাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণেই নবদ্বীপে বেশ কিছু যুবক-যুবতীরা মিলে নিলেন এক মহান উদ্যোগ।

আরও পড়ুন: আচারের মেলা! স্বাদ বদলাতে যাবেন না কি এই মেলায়? জেনে নিন কোথায় বসে এমন মেলা

নবদ্বীপের বেশ কিছু যুবক-যুবতীরা মিলে একটি সংগঠন চালায় যার নাম 'ইয়ুথ অফ বেঙ্গল'। সেই সংগঠনের সমস্ত যুবক-যুবতীরা এর আগেও একাধিকবার রক্তদান শিবিরের আয়োজন করেছে। অতিরিক্ত গরমের কারণে, রক্তদান শিবির না করে তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদাতা রক্ত দিয়ে আসবেন।

বিগত বেশ কয়েকদিন ধরে তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সরাসরি গিয়ে সেখানেই নিজেদের রক্ত স্বেচ্ছায় দান করছেন। তাদের এই মহান উদ্যোগ অন্যদের সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিতে উৎসাহ দেব। Mainak Debnath
Published by:Sayani Rana
First published:

Tags: Blood Donation, Nadia, Nadia news